Bangladeshi Freelancing Site for Students
এটি বিশ্বব্যাপী মুক্তপেশা নামে পরিচিতি, যারা প্রথম অনলাইন মার্কেট প্লেসের ওয়েবসাইট পাবলিস করে । ওয়েবসাইটটির কর্মীরা এর মাধ্যমে বিভিন্ন কোম্পানির কাজ অনলাইনের মাধ্যমে ঘরে বসেই করে দিতে পারে। এটি ২০০৯ সালের দিকে অস্ট্রেলিয়ার সিডনিতে প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশীদের জন্য সেরা ১০টি freelancing site নিয়ে আজ আলোচনা করবো । ইতিমধ্যে যেখানে অনেক বাংলাদেশী ফ্রিলান্স্যার কাজ করছে ,এবং উপার্জন করছে । চাইলে আপনিও কোনো একটি Skills Development করে কাজ শুরু করে দিতে পারেন । আপানি যদি অনলাইনের ভিতর কোনো একটি কাজের বিষয়ে দক্ষতা অর্জন করে থাকেন , তাহলে এর ভিতর যে কোনো একটি প্লাটফর্মে কাজ বা freelancing শুরু করে দিতে পারেন ।
সেরা ১০টি Bangladeshi freelancing site সম্পর্কে জানি
SEOClerks.com
এই প্লাটফর্মটি ইন্টারনেটে খুব জনপ্রিয় এসইও মার্কেটপ্লেস এর ভিতর একটি । যেখানে আপনি ক্লাইন্ট এর কাজ করতে পারেন এবং আপনিও কাজ দিতে পারেন , এই মার্কেটপ্লেসে সব থেকে বেশি বাংলাদেশি ফ্রিল্যান্সার রয়েছে । আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ে এক্সপার্ট হন, তাহলে এই প্লাটফর্মে কাজ শুরু করে দিতে পারেন । এখানে আপনি ডিজিটাল মার্কেটিং বিষয়ে বিভিন্ন কাজ পেতে পারেন যেমন , এসইও সবথেকে জনপ্রিয় তারপর আর্টিকেল রাইটিং ,Link Building , Art & Design, Content & Writing , Programming , Guest Posts এইসকল বিষয়ে কাজ করতে বা পেতে পারেন ।
Fiverr.com
Fiverr নামটি হয়তো এর আগে অনেকে শুনেছেন ,এটি বাংলাদেশীদের জন্য সেরা freelancing site যেখানে আপনি শুরুতে এই Platform টি বেছে নিতে পারেন । কারন এখানে Beginner হিসেবে আপনার জন্য Best । বেশির ভাগ freelancer এখানে কাজ করে থাকে ,এই প্লাটফর্মে বিভিন্ন ধরনের কাজ আছে Example অনলাইনে যত ধরনের freelancing কাজ আছে ,তার সব ধরনের কাজ এই Fiverr মার্কেটপ্লেসে আছে । যেমন Graphics & Design ,Digital Marketing ,Writing & Translation ,Video & Animation , Music & Audio , Programming & Tech , Business , Lifestyle এই Category গুলোর ভিতরে আরো বিভিন্ন ধরনের কাজ আছে । তাই খুব সহজেই আপনি কাজ শুরু করে দিতে পারেন এই প্লাটফর্মে , এখানে সর্বনিম্ন কাজের বিড $5 থেকে শুরু হয়।
Guru.com
এটি একটি অনেক পুরোনো Freelancing মার্কেটপ্লেস যা ২০০১ সালে অনলাইনে প্ল্যাটফর্ম প্রতিষ্ঠিত হয় । যা বিশ্বের ১.৫ মিলিয়ন ফ্রিল্যান্সার এই মার্কেটপ্লেসে আছে এখানে বিগেনার হিসাবে শুরু করা ভুল হবে, কারন এখানে সব এক্সপার্ট লেভেল এর ফ্রিল্যান্সার কাজ করে । Digital Marketing , Writing , Programming & Tech , Business এই সকল রিলেটেড কাজ দিয়ে থাকে ক্লাইন্ট । শুরুতে এখানে কাজ না করাই ভালো ,তবে জেনে রাখা ভলো এই মার্কেটপ্লেস সম্পর্কে ।
Freelancer.com
Freelancer.com ২০০৯ সালে মার্কেটপ্লেসে আসে এবং এটি আমাদের বাংলাদেশ সহ পাশাপাশি দেশ ,ভারতে খুব জনপ্রিয় । এই ওয়েবসাইটে প্রতি মাসে ৬.৮০ মিলিয়ন মানুষ আসে যেখানে বলতে গেলে এর ভিতর ফ্রিল্যান্সার এর সংখ্যা বেশি । এখানে কাজ করতে হলে আপনাকে বিড করে করে কাজ নিতে হবে এবং ক্লাইন্ট আপনার থেকে ঐ কাজের বিষয়ে একটি Exam নিবে । তাহলে বুঝতেই পারছেন এখানে কাজ পাওয়াটা কতো কঠিন ,তবে কাজ জানলে কোনো কঠিন না ,কারন ক্লাইন্ট আপনার QUALIFICATION নিয়ে Exam নিবে না, শুধু মাত্র ঐ কাজ সম্পর্কে প্রশ্ন করবে, এভাবেই Freelancer মার্কেটপ্লেস থেকে কাজ নিতে হয় ।
99designs.com
99designs একটি গ্রাফিক্স ডিজাইন বেজ মার্কেটপ্লেসে জনপ্রিয়তা লাভ করেছে । এটি অনেক পুরোনো
একটি ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস যা ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় । যা বিশ্বের ৪.১০ মিলিয়ন ফ্রিল্যান্সার এই মার্কেটপ্লেসে আছে । এখানে একাউন্ট খোলা বা মেম্বরশিপ নেওয়ার জন্য অবশ্যই তাদের প্যাকেজ নিতে হবে ,আপনি যদি ভালো গ্রাফিক্স ডিজাইন এর কাজ জানেন, তাহলে এই প্লাটফর্মটি আপনার জন্য । 99designs থেকে ইতিমধ্যে অনেক ফ্রিল্যান্সার SUCCESS হয়েছে । তাই আমি বলবো আপনি যদি ভালো গ্রাফিক্স ডিজাইন এর কাজ জানেন যেমন: লোগো ডিজাইন,ভিডিও এডিটিং , তাহলে এখানে কাজ শুরু করে দিতে পারেন ।
Designhill.com
ফ্রিল্যান্সারদের জন্য এটি খুবই জনপ্রিয় এবং বিখ্যাত অনলাইন মার্কেটপ্লেস। এটি প্রতিষ্ঠিত ২০১৪ সালে হয় যেখানে সৃজনশীল ব্যক্তিদের ঘিরে তৈরি 125,000 টিরও বেশি ডিজাইনার রয়েছে । এই মার্কেটপ্লেসে বিভিন্ন রকম ডিজাইনকে নিয়ে ঘিরে প্রচলিত যেমন: লোগো ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন এই সকল ডিজাইন ফ্রিল্যান্সাররা করে থাকে । এই মার্কেটপ্লেসে প্রতিমাসে ১ মিলিয়ন ভিজিটর আছে যেখানে বেশির ভাগ ফ্রিল্যান্সার রয়েছে আপনি চাইলে এখানে কাজ শুরু করে দিতে পারেন । Graphics & Design এর জন্য এই মার্কেটপ্লেস খুব ভালো হবে ।
PeoplePerHour.com
এই প্লার্টফর্ম টি United Kingdom বেশি জনপ্রিয়তা ,তবে এই মার্কেটপ্লেস এর মোট ১.৯০ মিলিয়ন ভিজিটর এর বাংলাদেশি ভিজিটর ১৩% তাহলে বুঝতেই পারছেন এখানে চাইলে আপনিও Freelancing শুরু করতে পারেন । এই প্লার্টফর্মটি ২০০৭ সালে শুরু হয় এবং যে সকল কাজ এখানে করে থাকে ফ্রিল্যান্সাররা Technology & Programming , Writing & Translation , Design , Digital Marketing , Video, Photo & Image, Business, Music & Audio, Marketing, Branding & Sales, Social Media etc । এই প্লার্টফর্মে কাজ করতে হলে যে সদস্যপদ নেওয়া লাগবে তার জন্য কোনো প্রকার চার্জ দিতে হবে না ।
Upwork.com
এই মার্কেটপ্লেসে সকল Top Level এর ফ্রিল্যান্সাররা কাজ করে থাকে যেখানে বিড করে কাজ পেতে হয় । এই মার্কেটপ্লেস ফ্রিল্যান্সারদের জন্য খুব জনপ্রিয় একটি প্লার্টফর্ম , যেখানে প্রতি মাসে ৪৪ মিলিয়ন ভিজিটর আছে যার ভিতর বাংলাদেশি ৫% আছে , তাহলে বুঝতেই পারছেন কতো ফ্রিল্যান্সার এখানে আছে । এখানে জনপ্রিয় কাজ গুলো Development & IT , Design & Creative , Sales & Marketing ,Writing & Translation তাই আগে আপনাকে নিজের কাজকে ভালো ভাবে Development করতে হবে , তারপর এখানে কাজ করতে আসবেন তাহলে একটা সময়ে বালো উপার্জন করতে পারবেন । এখানে বিনামুল্যে একাউন্ট করতে পারবেন ।
Envato.com
এটি এমন একটি মার্কেটপ্লেস যেখানে বিভিন্ন ধরনের ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করা । যেখানে ১.৫ মিলিয়ন buyers এবং sellers আছে ,তাদের হাজার প্রোডাক্ট আছে , তাই আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট তৈরি করতে পারেন তাহলে এটি হতে পারে আপনার জন্য অনেক বড় একটি মার্কেটপ্লেস । এখানে প্রতি মাসে ২৩ মিলিয়ন ভিজিটর আছে যেখানে বাংলাদেশিরা ও আছে ,তাই আপনি যদি এই মার্কেটপ্লেস লেগে থাকতে পারেন তাহলে ভালো একটা কিছু করতে পারবেন । তাই আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করতে চান তাহলে Envato মার্কেটপ্লেস Best
SimplyHired.com
ফ্রিল্যান্সারদের জন্য খুব জনপ্রিয় একটি অনলাইন প্লার্টফর্ম হলো SimplyHired যেখানে বিভিন্ন ধরনের জব দিয়ে থাকে । আপনি এই প্লার্টফর্মে আপনার কাজ বিনামুল্যে প্রদান করতে পারেন । কারন এখানে একাউন্ট করতে কোনো প্রকার চার্জ লাগে না ,এখানে প্রতিমাসে ৫.৬০ মিলিয়ন ভিজিটর আছে যারা জব আদান প্রদান করার জন্য এখানে আসে । এই SimplyHired হলো আপনার জন্য ভালো একটি মার্কেটপ্লেস যেখানে অনলাইনে ইনকাম এর জন্য বা জব পাওয়ার জন্য আপনাকে কাজ সম্পর্কে ভালো জানতে হবে তাহলেই অনেক ORDER পাবেন ।
ধন্যবাদ সাথে থাকার জন্য ।
Read more....মোবাইলে আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং











একটি মন্তব্য পোস্ট করুন