-->

ডোমেইন হোস্টিং এর দাম -ক্রয় করুন বিকাশ দিয়ে

 

ডোমেইন হোস্টিং এর দাম -ক্রয় করুন বিকাশ দিয়ে


যখন আমরা কোনো একটি ওয়েবসাইট তৈরি করার কথা ভাবি ,তখন আমাদের দরকার হয় এই  ডোমেইন এবং হোস্টিং । অনেকের হয়তো এই ডোমেইন এবং হোস্টিং কি এই সম্পর্কে কোনো আইডিয়া নেই ,তাই আজকে আমি আপনাদের এই ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে সকল তথ্য দিবো । একজন বিগেনার হিসাবে আপনিও এই ডোমেইন  হোস্টিং কি এই বিষয়ে সকল কিছু বুঝতে পারবেন ,তাই অনুরোধ আর্টিকেলটি আগে পড়বেন  তারপর ওয়েবসাইট তৈরি করা শুরু করুন । 

আবার অনেকে ক্রেডিট কার্ড না থাকার কারনে এই ডোমেইন এবং হোস্টিং কিনতে পারছেন না । তাই আমি শেয়ার করবো কি ভাবে বিকাশ এর মাধ্যমে ডোমেইন এবং হোস্টিং কিনবেন কোনো প্রকার প্রতারিত ছারা ,কারন আপনাদের যা শেয়ার করি তা আগে থেকে আমি ব্যবহার করে নি । তাহলে চলুন এই ডোমেইন হোস্টিং কি এবং কি ভাবে 10% ছাড় কিনতে পারেন এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করি ।

ডোমেইন কি?

সরাসরি বলতে গেলে এই ডোমেইন হলো আপনার ওয়েবসাইটের পরিচয় বা পরিচিতি ,যাতে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ আপনার ওয়েবসাইটকে খুজে পেতে পারে ইন্টরনেটের মাধ্যমে। যেমন: www.facebook.com
এটি একটি ওয়েবসাইট এবং এখানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই ওয়েবসাইটে ঢুকতে পারবে । একটু সহজ ভাবে বলতে গেলে ডোমেইন হচ্ছে একজন মানুষ এর নাম এর মতো ,কিন্তু কিছুটা পরিবর্তন আছে যেমন একই নামে পৃথিবীতে অনেক মানুষ আছে কিন্তু একই নামে ডোমেইন পৃথিবীতে একটাই থাকে । 

প্রতিটি ডোমেইন নাম ইউনিক হতে হয় কারন একই নামে দুটি ডোমেইন কখনো হবে না , কারন একই ডোমেইন নেম কেবলমাত্র একবারই রেজিস্ট্রেশন করা যায় । তবে প্রতি বছর এই ডোমেইন রিনিউ করতে হয় এবং তথন যদি সেই ডোমেইন আর কেউ রিনিউ না করে তাহলে আপনি সেই ডোমেইনটি  রিনিউ করে আপনার করে নিতে পারবেন । 

ডোমেইন অর্থ হচ্ছে স্থান এটি আপনার কোম্পানিকে ইন্টারনেটে  একটি স্থান দিয়ে থাকে ,তাই ইউজারকে সহজে আপনার ওয়েবসাইট খুজে পেতে সাহায্য করবে এই ডোমেইন ।

ডোমেইন এর প্রকারভেদ 

ডোমেইন সাধারনত তিন ধরনের হয়ে থাকে যেমন: টপ লেভেল ডোমেইন,কান্ট্রি ডোমেইন এবং সাব ডোমেইন এর ভিতর শুধু সাব ডোমেইন বিনামূল্যে দিয়ে থাকে ইন্টারনেট ।

এখন এই টপ লেভেল ডোমেইন কি আসলে ,টপ লেভেল ডোমেইন হচ্ছে .com,.info,.org,.edu,.net,.xyz আরো বিভিন্ন ধরনের এই টপ লেভেল ডোমেইন রয়েছে যেমন www.marketingbangla.xyz এটি একটি  টপ লেভেল ডোমেইন।

কান্ট্রি ডোমেইন বলতে আমরা যা বুঝি , www.bd.facebook.com এখানে  যে bd দেওয়া হয়েছে এটি হলো কান্ট্রি ডোমেইন । প্রতিটি কান্ট্রির আলাদা আলাদা কোড থাকে যেমন বাংলাদেশের জন্য হলো bd এমন প্রতিটি দেশের কান্ট্রি কোড রয়েছে । 

সাব ডোমেইন হলো একটি বিনামূল্য ডোমেইন ,যেখানে বিভিন্ন কোম্পানি ফ্রিতে দিয়ে থাকে যেমন ব্লগার আপনাকে নতুন সাইট তৈরি করার জন্য ফ্রিতে সাব ডোমেইন দিয়ে থাকে । আরো বিভিন্ন কোম্পানি এই ফ্রি সার্ভিসটি দিয়ে থাকে ।

হোস্টিং কি?

হোস্টিং এমন একটি স্পেস যেখানে আপনার ওয়েবসাইটের সকল ফাইল গুলো ২৪ ঘন্টা লাইভ রাখে ইন্টারনেটে । এবং যখনই কোনো ভিজিটর আপনার ওযেবসাইটে ভিজিট করতে আসবে ,তখন আপনার সেই জমা করা ফাইল গুলো থেকে তারা তথ্য নিতে পারবে । 

একটু সহজ ভাবে বলতে গেলে ,ধরুন আপনার মোবাইলে কোনো একটি গান  শুনতে চাচ্ছেন তখন নিশ্চই আপনি সেই গানটির নাম লিখে সার্চ করবেন এবং সেই গানটি যদি আপনার মেমরিতে থাকে তাহলে সাথে সাথে চলে আসবে আর যদি না থাকে তাহলে কখনো আসবে না ।

এই গানটি যেমন আপনার মোবাইলের মেমরিতে রাখতে হবে তেমনই আপনার ওয়েবসাইটের সকল কিছু যেমন টেক্সট,ফটো,ভিডিও এই গুলো ইন্টারনেটে ২৪ ঘন্টা লাইভ রাখতে হলে এই হোস্টিং ব্যবহার করতে হবে ।কারন কোনো ভিজিটর আসলে যাতে সাথে সাথে আপনার ওয়েবসাইটের সকল তথ্য গুলো পেয়ে যায় ।

তাই হোস্টিং খুব গুরুত্বপূর্ন ,এই হোস্টিং এমন কোম্পানি গুলো থেকে কিনা উচিৎ যেখানে ২৪ ঘন্টা সার্ভার ভালো থাকে ।

হোস্টিং এর দাম

ওয়েব হোস্টিং সাধারনত বিভিন্ন প্যাকের হয়ে থাকে ,বিশেষ করে মাসিক এবং বছরের প্যাক হয়ে থাকে 
putulhost এর 

SHARED HOSTING ---- ---PH 5GB HOST ----100TK (monthly)
NM-VPS HOSTING ----  --NM-VPS-1GB -----650TK (monthly)
RESELLER HOSTING RH ---LINUX PRO5 ---350TK (monthly)

এবং এর সাথে অনেক ধরনের ফিচার পাবেন যা অন্য হোস্টিং কোম্পানি গুলো দিচ্ছে না এই টাকার ভিতরে । আপনি যদি এই putulhost থেকে হোস্টিং কিনেন তাহলে ১০% ছারে কিনতে পারবেন ,আর আপনি চাইলে এই প্যাক গুলোর যে কোনো একটি কিনতে পারেন । আপনি চাইলে প্রতি মাসে এই প্যাক কিনতে পারেন বা বছরের প্যাকও কিনতে পারেন ,তবে আপনি এক মাস ব্যাবহার করে দেখতে পারেন ।

ডোমেইন এর দাম 

ডোমেইন কি তা আমরা সকলেই জানি ,এবং আপনি চাচ্ছেন আপনার কোম্পানি বা আপনার সাইটের জন্য একটি সুন্দর ডোমেইন কিনতে । ওয়ার্ডে খুব জনপ্রিয় ডোমেইন হোস্টিং কোম্পানি হলো Namecheap এখান থেকে অনেকে কিনতে পারি না মাস্টর কার্ড না থাকার কারনে । তাই আমি বলবো বাংলাদেশের যে কোনো ডোমেইন হোস্টিং কোম্পানি থেকে এই ডোমেইন হোস্টিং কিনতে পারেন বিকাশ ,নগদ,রকেট এর মাধ্যমে ।

আপনি চাইলে একটি টপ লেভেল ডোমেইন কিনতে পারেন মাত্র ৯৯ টাকায় ,তাই অফারটি শেষ হয়ে যাওয়ার আগে এখনি এক বছরের জন্য একটি টপ লেভেল ডোমেইন কিনুন । আমরাতো সকলে জানি এই টপ লেভেল ডোমেইন গুলো কি কি ,তাই আমি রিকমেন্ড করবো একটি টপ লেভেল ডোমেইন কিনার আগে Extension কি দিবেন যেমন:.com,.info,.org,.edu,.net,.xyz এই গুলো আগে ঠিক করে রাখা উচিৎ কারন এই এক একটি Extension এর মুল্য এক এক ধরনের হয়ে থাকে । 


ডোমেইন হোস্টিং এর দাম -ক্রয় করুন বিকাশ দিয়ে

ফ্রিতে ডোমেইন

আপনি চাইলে একটু কষ্ট করলে ফ্রিতে বিভিন্ন ধরনের ডোমেইন পেয়ে যেতে পারেন যেমন: .ga , .tk , .cf আরো কয়েকটি এমন ফ্রিতে ডোমেইন পেয়ে যাবেন । তাই একটু খুজলেই এমন ধরনের আরো ডোমেইন পেয়ে যাবেন ।

বিকাশ এর মাধ্যমে ক্রয় করুন ডোমেইন এবং হোস্টিং 

বাংলাদেশে খুব জনপ্রিয় ডোমেইন হোস্টিং কোম্পানি হলো এই putulhost এখানে আপনি খুব কম মূল্যে বিকাশ,নগদ বা রকেট এর মাধ্যমে ডোমেইন এবং হোস্টিং ক্রয় করতে পারবেন ।

এই putulhost এর সব থেকে বড় সুবিধা হলো এদের থেকে আপনি ২৪ ঘন্টা সহায়তা পাবেন । তাদের কাছে যে কোনো সময় ম্যাসেজ করলে তারা কিছু সময়ের ভিতর রিপ্লে দেওয়ার চেষ্টা করে এবং প্রতিটি গ্রাহকের সাথে তারা অত্যান্ত ভালো ব্যাবহার করে । 
আরো একটি সুবিধা পেয়েছি আমি কোনো প্রকার সমস্যায় পরলে তাদের থেকে সাথে সাথে সলভ করে নেওয়া যায় বা কোনো কিছু ভুল হলে ঠিক করে দেয় তারা । 

putulhost এর হোস্টিং এর স্পীড সম্পর্কিত কোনো ধরনের সমস্যা নাই । তাই আমি বলবো আপনি যদি নতুন কোনো সাইট 
Start করতে চান তাহলে  নিশন্ধেহে এই putulhost থেকে ডোমেইন এবং হোস্টিং কিনতে পারেন । এবং আপনি যদি এখন এই putulhost থেকে ডোমেইন এবং হোস্টিং কিনেন তাহলে ১০% ছারে পেয়ে যাবেন ।

putulhost থেকে ১০% ছারে ডোমেইন হোস্টিং কিনতে চাইলে এখানে ক্লিক করুন

সর্বশেষ 

ডোমেইন এবং হোস্টিং এই দুটোই প্রতি বছর মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে নতুন করে রেজিসেট্রশন বা রিনিউ করতে হবে ,এটি ৩৬৫ দিন পর্যন্ত মেয়াদ থাকে এক দিন দেরি হলে ও কাজ হবে না ,তাই অবশ্যই টাইম এবং ডেট দুটোই খেয়াল রাখবেন । 

More Info...Digital Marketing