-->

SEO Meaning Bangla। SEO কিভাবে শিখবো

 

SEO Meaning Bangla। Seo কিভাবে শিখবো


আপনার যদি মনে প্রশ্ন থাকে থাকে SEO কিভাবে শিখবো, এবং এই SEO Meaning কি Bangla তাহলে আমি বলবো আপনি একদম ঠিক যায়গাতে আচ্ছেন । আজ আমি এই আর্টিকেল থেকে আপনাদের  SEO সম্পর্কে এ টু জেড আলোচনা করবো । আমি নিশ্চিৎ এই আর্টিকেলটি যদি সম্পুর্ন দেখেন তাহলে SEO কি এই সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না । তাই আমি বলবো এই আর্টিকেলটি খুব মনোযোগ দিয়ে দেখেন ,একদম  BEGINNERS FRIENDLY ভাবে আলোচনা করবো । 

আপনি যদি  একজন SEO এক্সপার্ট হতে পারেন তাহলে বুঝতে পারবেন এই সেক্টরে চাহিদা কেমন এবং এতো কাজ থাকবে যে আপনি সব কাজ করতে সময় পাবেন না ।

অনলাইনে ফ্রিল্যান্সিং বা বিজনেস এর জন্য এই SEO খুব জনপ্রিয় এবং এর চাহিদা খুব বেশি সারা বিশ্বে কারন এই কাজটি খুব সহজ  বললে ভুল হবে,একজন সাধারন মানুষ যদি বলে আমি এটি করতে পারবো তাহলে ভুল হবে । কারন  SEO করতে অনেক টেকনিক আছে যা না জানলে কেউ SEO করে RANKING  করতে পারবে না । তাই আপনাকে আগে জানতে হবে স্টেপ গুলো কি কি ,এবং কি ভাবে APPLY করতে হয় ।

তাহলে চলুন এখন আমরা জানার চেষ্টা করি কি কি করলে আমাদের সার্চ ইন্জিন RANK দেয় ।

এসইও কি?

SEO হলো এক প্রকার টেকনিক যা ব্যাবহার করে যে কোনো Search engine এ  টপ র‌্যাংকিং করা যায় যেমন  Google, Yahoo, bing তাই এই SEO ব্যাবহার করে ফ্রি ট্রাফিক জেনারেট করা হয় , আপনার ওয়েবসাইটকে করতে হবে Search Engine Optimization তাহলে আপনি  Search Engine এর র‌্যাংকে আসতে পারবেন  এবং আনলিমিটেড  ফ্রি ট্রাফিক জেনারেট  হবে বা আসতে শুরু করবে আপনার ওয়েবসাইটে ।

ধরুন অনলাইনে আপনার একটি ইকমার্স SHOP আছে  যেখানে TV বিক্রি করবেন ,এখন আপনি চাচ্ছেন আপনার ঐ TV টি  লিখে কেউ  Search Engine  এ  সার্চ করলে আপনার ওয়েবসাইটি আগে পাবে ,হ্যা এইটা সম্ভব Search Engine Optimization এর মাধ্যমে ।  আর আপনি যখন এই TV লিখে সার্চ করলেন তখন যাদের রেজাল্ট দেখতে পাবেন তারা Search Engine Optimization করেছে  তাই তারা  Search Engine এর TOP আছে । 

আর এই search engine optimization এর সকল জিনিস পরিপূর্ন হলে Search Engine গুলো যেমন : Google ,Yahoo, bing বুঝতে পারে যে এই পেজ এর ভিতর কি কি আছে আর তখনই তারা র‌্যাংক দিয়ে থাকে । যারা এই র‌্যাকে থাকে একমাত্র তারাই SEO টেকনিক গুলো যানে । 

আশা করি আপনাকে SEO কি এর বেসিক বুঝাতে পারছি । 

SEO meaning Bangla

আমরা এখন জানবো SEO Meaning Bangla কি ,আসলে SEO Meaning এর বাংলা জানতে আপনাদের ইচ্ছা আছে তার জন্যই আমার এই আর্টিকেল টি পরছেন  ।

অনলাইনে বাংলাতে খুবই কম পরিমানে এই বিষয় নিয়ে লেখা লেখি করে তার জন্যই আমাদের  SEO Meaning Bangla বুঝতে কষ্ট হয় । তাহলে চলুন আমি আপনাদের বুঝাই SEO Meaning কি ? আসলে SEO এর Meaning হলো Search Engine Optimization অর্থাৎ কোনো একটি Search Engine ধরে নি GOOGLE কে এখন তার একটি এলগরিদম আছে এবং সেই এলগরিদমে  যখনই কোনো বিষয় বস্তু নিয়ে মানুষ সার্চ করে এবং যাদের রেজাল্ট প্রথম পেজে দেখাবে একমাত্র তারাই Search Engine Optimization পরিপূর্ন করেছে তার জন্য গুগল তাদেরকে টপ রেংকিং দিয়েছে । তাহলে SEO meaning Bangla কি অবশ্যই বুঝতে পারছেন । তাহলে আপনাকে জানতে হবে এই Search Engine Optimization কিভাবে করে ,আর এটা যদি আপনি জানতে চান তাহলে এই পুরো আর্টিকেলটি পড়েন তাহলে বুঝতে পারবেন কি ভাবে এই Search Engine Optimization করতে হয় ।

SEO কিভাবে শিখবো?

SEO বা Search Engine Optimization শিখতে হলে আপনাকে আগে জানতে হবে এই SEO কি এবং কি ভাবে কাজ করে । এই SEO সম্পর্কে আজ আমি এই আর্টিকেল এর ভিতর সকল বিষয়ে  আলোচনা করবো ,কি ভাবে ফ্রিতে সকল SEO এর কাজ করতে পারবেন এবং কি ভাবে একটা সাইটকে Search Engine এ র‌্যাংক করতে পারবেন এ টু জেড । সাথে ফ্রিতে যে সকল টুলস আছে যা খুব দ্রুত কাজ করতে  সাহায্য করে সেই সকল টুলস এর নাম বলে দিবো ,এবং সর্বশেষ কি কি ভাবে ইনকাম করতে পারবেন সেই সম্পর্কে আলোচনা করবো তাহলে চলুন শুরু করি । 

সার্চ ইন্জিন কি? 


SEO Meaning Bangla। SEO কিভাবে শিখবো


আমরা হয়তো কমবেশি সবাই গুগলকে চিনি আর এই গুগল হলো একটা  Search Engine । আপনি যদি মনে করেন এই গুগলই একমাত্র  Search Engine তাহলে এইটা আপনার ভুল ধারনা হবে । আমরা গুগল কে চিনি তার করন বিশ্বের ভিতর খুব জনপ্রিয় এই গুগল তাই আমরা ভাবি এই Search Engine হয়তো শুধু গুগল , আসলে একদম তা না । তাই আমি আপনাদের কিছু Search Engine এর সাথে পরিচিতি করে দিচ্ছি ।

  •  Yahoo.com
  •  Bing.com
  •  Baidu.com
  •  Yandex.com
  •  Duckduckgo.com

এই সকল ছারা আরো অনেক search engine আছে  ,তার ভিতর আমরা গুগল Search Engine নিয়ে কথা বলবো কারন গুগল বেশি জনপ্রিয় । আপনি যদি  শুধু গুগল  Search Engine Optimization সম্পের্কে বুঝেন তাহলে অন্য সকল Search Engine এর  Algorithm বুঝতে পারবেন । কারন Search Engine এর  Algorithm গুলো প্রায় এক নিয়মে চলে । এর উদাহরন যেমন গুগল ,গুগল হলো বিশ্বের মধ্যে টপ Search Engine এর ভিতর ১নম্বর যায়গা করে নিয়েছে ,তাহলে তাদের Algorithm এর নিয়ম আর অন্যদের Algorithm এর নিয়ম একই হওয়ার কথা । তাহলে আগে আপনাকে জানতে হবে কি ভাবে Search Engine কাজ করে এবং একজন এসইও এক্সপার্ট হতে হলে আপনাকে আগে এই Search Engine এর Algorithm কে বুঝতে হবে । তাহলে আমি হয়তো আপনাদের এই  সার্চ ইন্জিন কি এই বিষয়ে ধারনা দিতে পারছি  । তাহলে চলুন আপনাদেরকে  এইবার বুঝানোর চেষ্টা করি সার্চ ইন্জিন কি ভাবে কাজ করে ।

Read more ....Start a Digital Marketing

সার্চ ইন্জিন কি ভাবে কাজ করে ?


SEO Meaning Bangla। SEO কিভাবে শিখবো

গুগলে যখন কেউ কিছু লিখে সার্চ করে এবং যে তথ্য গুগল তাদেরকে দেখায় ,এই তথ্য গুলো দেখানোর পিছনে যে কাজ হয় এটাই  সার্চ ইন্জিন এর কাজ । এই সার্চ ইন্জিন হলো এক প্রকার রোবট যার কাজ এই সার্চ রেজাল্টে সবার থেকে ভালো কন্টেট গুগল এর টপ পেজে তুলে ধরা । এখন আপনি যদি ভাবেন  আপনার একটি ওয়েবসাইট বানিয়ে আপনি গুগলে সার্চ দিলে আপনার ওয়েবসাইট পেয়ে যাবেন ,তহলে ভুল ভাবছেন । কারন বর্তমানে  সার্চ ইন্জিন গুলো অনেক আপডেট যে কারনে আপনার ওয়েবসাইটকে খুজে পায় না গুগল । 

এখন বলবো এসইও করার ক্ষেত্রে কখন এই   সার্চ ইন্জিন এর কাজটি হয়ে থাকে । এটা মূলত আপনার কন্টেট আপলোড দেওয়ার পরে আপনার ওয়েবসাইটে  ক্রলার নামের এক রোবট আসে এবং সে পর্যবেক্ষন করে দেখে যে এটি তাদের সার্চ ইন্জিন এ ইনডেক্স করবে কিনা এবং সব দিক ঠিক থাকলে ইনডেক্স হয়ে যাবে । 

এই সার্চ ইন্জিন এর রোবট গুলো ৩ প্রকার হয় যেমন :

  •  ক্রলার 
  •  ইনডেক্সার 
  •  স্পাইডার 

এই রোবট গুলো প্রতিনিয়ত আপনার ওয়েবসাইটে আসবে এবং তাদের কাজ তারা করবে । আপনি যদি চান আপনার সাইটে এই রোবট গুলো না আসুক তাও আসা অফ করতে পারবেন কিন্তু তাহলে আপনার ওয়েবসাইট গুগল ও চিনবে না,আর গুগল যদি না চিনতে পারে তাহলে কোনো দিনও গুগল টপ র‌্যাংকিং করতে পারবেন না । তাহলে আসুন যেনে নি এই রোবট গুলোর কাজ কি ।

 ক্রলার 

আপনার ওয়েবসাইটি যখন তৈরি করবেন এবং Search Engine Optimization করে কন্টেট দিবেন তখন এই  ক্রলার এসে আপনার ওয়েবসাইটে প্রতিটি পেজে ক্রলিং করবে বা পর্যবেক্ষন করবে । এবং Analysis করে দেখবে এই কন্টেট টি কাদেরকে নিয়ে টার্গেট করা হয়েছে এই সকল প্রক্রিয়াকে ক্রলার বা ক্রলিং বলে ।

 ইনডেক্সার 

যখন ক্রলার এর কাজ সম্পুর্ন হয় তখন ক্রলার ইনডেক্সার এর কাছে সেই ওয়েবসাইটের যাবতীয় তথ্য ডাটাবেস আকারে ইনডেক্সার এর কাছে পাঠিয়ে দেয় এবং  ইনডেক্সার তখন তাদের ডাটাবেসে রেখে দেয় এবং তখন আপনার ওয়েবসাইটকে গুগলে খুজে পাবেন । 

 স্পাইডার 

যখন আমরা Search Engine গুলোতে কিছু লিখে সার্চ করি  তখন গুরুত্বপূর্ন ভূমিকা পালোন করে এই স্পাইডার  । কারন আমরা যে বিষয় লিখে search engine এ সার্চ করলাম, তখন স্পাইডার ইনডেক্সার এর ডাটা গুলোর  ভিতর জমা করা তথ্যের ভিতর খুজে যে রেজাল্ট দেখায় এটাই হলো স্পাইডার এর কাজ । 

এটা শুধু গুগল নয় সব ধরনের  Search Engine গুলো এই একই কাজ করে থাকে ,তাই আপনাকে এমন ভাবে Search Engine Optimization করতে হবে যাতে Search Engine এর ক্রলার খুব সহজেই বুঝতে পারে যে এটা একটা ভালো কন্টেট এবং একে ইনডেক্স করা  যায় ।  

এসইও কত প্রকার?


SEO Meaning Bangla। SEO কিভাবে শিখবো


  • হোয়াইট হ্যাট SEO 


 সব থেকে জনপ্রিয় হোয়াইট হ্যাট SEO যা করে আপনি অনলাইনে যে কোনো ধরনের কোম্পানির  SEO করতে পারেন , কারন এটা একটা লিগ্যাল পদ্ধতি তাই সব ধরনের কোম্পানির করতে পারেন । আপনি যখন হোয়াইট হ্যাট SEO সম্পর্কে সম্পূর্ন ধারনা পেয়ে যাবেন তখন আপনি নিজেকে একজন SEO এক্সপার্ট মনে করতে পারবেন ।

আজ আমি আপনাদের হোয়াইট হ্যাট SEO নিয়ে কথা বলবো কারন এটা একটি লিগ্যাল পদ্ধতি এবং এর মান সবথেকে বেশি তাই আপনাকে হোয়াইট হ্যাট SEO শিখতে হবে কারন আগে ভালো কিছু শিখতে হয় তারপর কি ভাবে এপ্লাই করতে হয় ,এই সব বিষয়  নিয়ে আজকের আলোচনা ।

  • গ্রে হ্যাট SEO


এইও জগতের খারাপ এবং ভালোর মাঝামাঝি যে টেকনিক ব্যাবহার করে এসইও করা হয় তাকে  গ্রে হ্যাট SEO বলে । বেশিরভাগ এসইও এক্সপার্টরা এই  গ্রে হ্যাট SEO পছন্দ করে । এই গ্রে হ্যাট SEO করলে কোনো প্রকার ইফেক্ট বা সাইট রিক্স আছে কিনা  ? হ্যা অবশ্যই আছে  । 

কারন আপনি অল্প কাজ করে কত দিন বা ভালো আশা করবেন , এই  গ্রে হ্যাট SEO আপনার সাইট ব্যাপক ইফেক্ট পরবে   এবং আপনার সেই বিজনেস কে  Anytime Down করে দিতে পারে । তাহলে বুঝতেই পারছেন এই গ্রে হ্যাট SEO টেকনিক কতটা রিক্স থাকে তাই আমি আপনাদের কোনো প্রকার Ricks Skills শিখাবো না ।

  • ব্ল্যাক হ্যাট  SEO

এই ব্ল্যাক হ্যাট  SEO শিখে রাতারাতি অনেকে ভলো কিছু করা যায় যেমন আপনি অনেক বেশি পরিমানে ভিজিটর জেনারেট করতে পারেন । আর এই ভিজিটর বলতে পারেন একটি ওয়েবসাইটের প্রান ,তাহলে বুঝুন সেই ভিজিটর গুলোকে দিয়ে কত ভাবে ইনকাম করা যেতে পারে । আর এই  ব্ল্যাক হ্যাট  SEO করতে হলে আপনাকে যে  টেকনিক গুলো ফলো করতে হবে তা হলো । 

  • কিওয়ার্ড স্টাফিং 
  • ক্লিকবেট টাইটেল 
  • অনেক ব্যাকলিং 

এখন আপনার হয়তো এই টেকনিক টি ভালো লাগতে পারে আপনি হয়তো এটাও ভাবছেন যে ব্ল্যাক হ্যাট  SEO ফলো করে কাজ করবেন । কারন এই টেকনিকে যদি ভালো ভিজিটর পান তাহলেতো ভালো ইনকাম করা যাবে তাহলে  হোয়াইট হ্যাট SEO ফলো করে কি লাভ যদি ব্ল্যাক হ্যাট  SEO ভালো কিছু করা যায় । 

তাহলে এইবার আপনাকে বলছি , ব্ল্যাক হ্যাট  SEO যতো ধরনের টেকনিক আছে যে সব গুলো ফলো করে গুগলকে খুব সহজেই বোকা বানানো যায় এবং গুগল ও তখন বুঝতে পারে না । কিন্তু একটা টাইম গুগল আপনার চুরি ধরতে সক্ষম হবে ঠিক তখনই দেখা যাবে গুগল আপনাকে ধরে কি ভাবে নিচে নামিয়ে দেয় একপ্রকার আপনাকে র‌্যাংকিং থেকে হারিয়ে দিবে । এবং Search Engine এর Algorithm থেকে আপনাকে পেনাল্টি দিবে ,আর একবার পেনাল্টি দিলে আপনার ওয়েবসাইটকে খুজেই পাওয়া যাবে না ।

তাহলে বুঝতে পারছেন ব্ল্যাক হ্যাট  SEO করা আপনার জন্য লাভ হবে কিনা ? তাই আমি আপনাকে সঠিক পন্থা টি দেখাবো এবং এর ভিতর জেনে গিয়েছেন যে SEO কত প্রকার । 

কি ভাবে হোয়াইট হ্যাট এসইও করতে হয় ?


SEO Meaning Bangla। SEO কিভাবে শিখবো

এই হোয়াইট হ্যাট এসইও আপনি দুইটি পদ্ধতি অবলম্বন করে এসইও করতে পারেন ,যে দুইটি দুই রকম যেমন একটি করতে আপনার ব্যায় হবে এবং অন্যটি করতে কোনো প্রকার ব্যায় হবে না । তাহলে বুঝতে পারছেন এখন কোনটা করলে আপনার জন্য ভালো হয় ,ফ্রি বা কোনো টাকা ছারা টা ভালো ,কারন অর্গানিক করলে আপনার বিজনেস এর সেল শুধু হতে থাকবে ,কিন্তু পেইড SEO  করলে আপনার যখন টাকার লিমিট শেষ হয়ে যাবে তখন আপনার বিজনেস এর কোনো অস্তিত্ত পাওয়া যাবে না । তাই আজ আমি আপনাদের ফ্রিতে কি ভাবে করে এই বিষয়টা ফোকাস করবো বেশি । 

পেইড SEO

পেইড SEO এমন একটি টেকনিক যা ব্যাবহারে করে অল্প পরিশ্রমে বিপুল পরিমানে অর্থ উপার্জন করা যায় ,তবে তার জন্য অনেক বেশি অর্থ ব্যায় হয় । এবং এই   পেইড SEO করার পর সার্চ রেজাল্টে সবার আগে থাকতে পারবেন । তাহলে এখন আমরা জেনে নিবো এই  পেইড SEO গুলো কি ভাবে করে 

Search Engine গুলোতে পেইড SEO করার জন্য আপনাকে প্রথমে ads.google.com যেতে হবে তারপর এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে । এরপর আপনার প্রডাক্ট সম্পের্কে একটা Keyword সিলেক্ট করতে হবে এবং সেই Keyword এর পর ডিপেন্ড করে একটা Campaign Start করতে হবে । সেই Campaign এর জন্য কত খরচ হবে তা দেখাই দিবে তারা এই এক একটা Keyword কে এক এক রকম মূল্য প্রদান করে থাকে । তাই Campaign টা কত সময় রাখতে চাচ্ছেন তার উপর তাদের পেইড করার পর আপনার Campaign চালু হবে এবং ভিজিটর আসা শুরু হবে  এটাই হলো পেইড SEO ।

অরগানিক SEO

যখন আপনি বিভিন্ন টেকনিক অবলম্বন করে কোনো প্রকার ব্যয় ছারা সার্চ ইন্জিন থেকে ভিজিটর বা ট্রাফিক নিয়ে আসবেন আপনার বিজনেস এর জন্য, সেই টেকনিককে সার্চ ইন্জিন এর অর্গানিক এসইও বলে । আপনি কোনো প্রকার ব্যায় ছারা কি কি ধাপ অনুসরন করলে এই অর্গানিক এসইও করে প্রচুর ট্রাফিক বা ভিজিটর পেতে পারেন সেই ধাপ অনুসরন গুলো কি কি জেনে নি ।

  • ধাপ ১   On-page SEO Meaning
  • ধাপ ২   Off-page SEO Meaning 
  • ধাপ ৩   Technical SEO Meaning 

এই তিনটি ধাপ অনুসরন করলে আপনি যে কোনো ওয়েবসাইটকে র‌্যাংক করতে পারবেন এবং আপনি চাইলে নিজের বিজনেস কে র‌্যাংক করতে পারবেন আবার প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন । তাহলে চলুন তিনটি ধাপের ভিতর কি কি আছে  যা করলে সবার সাইট র‌্যাংক করে ,এইবার জানবো ।

অরগানিক SEO  করতে কি কি  এসইও এপ্লাই করতে হয় 

এই অরিগানিক এসইও করতে  আপনাকে তিনটি ধাপ অনুসরন করতে হবে এবং এই তিনটি ধাপ করার পর আমি  জানি আপনাদের সাইট র‌্যাংক করবে । প্রথমে On-page SEO করতে হবে ,এই On-page SEO হলো আপনার সাইটের ভিতরে যতো কন্টেন্ট দেওয়া হবে সেই কন্টেন্ট  Optimization কে On-page SEO বলে । আর একটি সাইটের সব থেকে মূল্যবান জিনিস হলো সাইটের কন্টেন্ট তাই আমি অবশ্যই বলবো আপনারা আগে On-page SEO বেশি গুরুত্ব দিবেন । কারন অনেক সময় ভালো কন্টেন্ট Optimization হলে এমনি র‌্যাংক করা যায় ,তাহলে চলুন  On-page SEO করার সময় কি কি দিক ফলো করতে হবে দেখে নি ।

On-page SEO meaning

  •        Title Optimize H1,H2,H3 TAG

আপনি যখন কোনো  একটি বিষয়ের উপর কন্টেন্ট লেখা শুরু করবেন তখন অবশ্যই সেই বিষয়টার উপর ডিপেন্ড করে একটা এসইও ফ্রেন্ডলি Title দিতে হবে ,কারন সার্চ ইন্জিন সহজেই বুঝতে পারে আপনি আসলে কোন বিষয়টি নিয়ে লিখেছেন । এরপর আপনাকে আপনার কন্টেন্ট এর ভিতর TAG ব্যাবহার করতে হবে যেমন H1,H2,H3 এটা SEO করার ক্ষেত্রে অনেক কার্যকারি ।

  •    Keyword Research 

র‌্যাংকিং ফ্যাকটর এর ভিতর Keyword Research খুব বেশি কার্যকারি কারন একটা সাইট তখনই র‌্যাংক করে যখন মানুষ কিছু লিখে গুগল সার্চ করে এবং যে রেজাল্ট দেখায় সেইটা । সার্চ ইন্জিন গুলো  Keyword এর জন্য ফাইন্ড আউট করে সাইটদের র‌্যাংক দেয় তাই আপনাকে Keyword Research টা ভালো ভাবে করতে হবে ,এবং আপনি যে বিষয়টি নিয়ে লিখবেন সেই বিষয়টি মিল রেখে একটা Keyword বের করবেন ।

  •   keyword placement

যখন আপনি কন্টেন্ট লিখবেন তখন আপনার Research করা Keyword টি আপনার কন্টেন্ট এর ভিতর Placement করতে হবে কারন সার্চ ইন্জিন গুলো যাতে বুঝতে পারে আপনি আসলে এর ভিতর কোন বিষটি ফোকাস করছেন । তাহলে র‌্যাংক পাওয়াটা সহজ হযে যায় । 

  •  SEO Optimization Image

আপনার কন্টেন্ট এর ভিতর অবশ্যই Image ব্যাবহার করবেন আর এই Image ব্যাবহার করার জন্য আপনাকে কোনো প্রকার কপিরাইট Image হলে হবে না । আপনাকে অবশ্যই কপিরাইট ছারা Image ব্যাবহার করতে হবে এবং সেই Image কে SEO Optimization করে তারপর আপলোড দিবেন ।

  •   SEO Optimization content

সব থেকে যে মূল্যবান জিনিস তা আপনাকে আগেই বলেছি  Content Optimization করা । এটা কোনো প্রকার কপি পেস্ট করা যাবে না কারন কপি পেস্ট করলে কোনো দিনও সার্চ ইন্জিন এ র‌্যাংক করতে পারবেন না এবং গুগল এডসেন্স ও পাবেন না ,তাই আপনাকে আগে SEO Optimization Content বানাতে হবে কোনো প্রকার কপি পেস্ট ছারা । আপনি নিজের ভাষায় লিখবেন যত টুকু সম্ভব হয় কারন আপনার এই কন্টেন্ট হয়তো সার্চ ইন্জিন এর কাছে সেরা মনে হতে পারে । 

Off-page SEO meaning? 


Off-page SEO হলো ঠিক On-page SEO এর বিপরিত কারন অফপেজ এসইও করতে আপনাকে সাইটের ভিতরে কাজ করতে হবে না ,সব কাজ সাইটের বাহিরে । 

একটি ওয়েবসাইটের জনপ্রিয়তা লাভ করার জন্য এই Off-page SEO খুব গুরুত্বপূর্ন কারন এই Off-page SEO এর মাধ্যমে আপনি আপনার সাইটের র‌্যাংকিং বাড়াতে পারবেন এবং DA ,PA বাড়াতে পারবেন । এই DA ,PA কতটা গুরুত্বপূর্ন ? এটা হলো আপনার সাইটের অথরিটি প্রদান করে যার ফলে আপনার সাইট র‌্যাংকিং বৃদ্ধি পায় । তাই আপনি যদি সঠিক পন্থা অবলম্বন  করে Off-page SEO করতে পারেন তাহলে আপনি আপনার সাইটের   DA ,PA বৃদ্ধি করতে পারবেন ।

এই অফপেজ এসইও করে সাইটের কি কি লাভ হয় ?

  • Domain এর  DA ও PA বৃদ্ধি করা 
  • Domain এর Ranking Increase করা  
  • Content Keyword কে সার্চ ইন্জিন  Ranking পাওয়া 

সার্চ ইন্জিন গুলো ঠিক তখনই Ranking প্রদান করবে যখন আপনি আপনার সাইটের ডোমেইন অথোরিটি  বৃদ্ধি করতে পারবেন । এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে কখন আপনার সাইটের   DA ও PA বৃদ্ধি পাবে ? 

তাই আপনাকে আগে জানতে হবে আগে এই   DA এবং  PA কি ?   DA যার ফুল অর্থ হলো Domain Authority এবং এর একটি নির্দিষ্ট স্কোর থাকে যেমন আপনার ওয়েবসাইটি নতুন অবস্থায় ১০০% এর ভিতর ০-১% থাকবে । তাই এই অফপেজ এসইও করার সময় মূল টেকনিক গুলো ফলো করে এসইও করলে Domain Authority বৃদ্ধি পাবে ।

আর Page Authority বলতে আপনি যে বিষয়টি নিয়ে লেখালিখি করছেন সেই পেজকে বোঝানো হয়েছে। এই Domain Authority সাথে সাথে আপনার Page Authority বাড়ে । 

এখন জানবো কেনো এই Domain Authority এবং Page Authority কেনো বাড়ে ?
আসলে Backlink এর প্রধান কাজ হলো অন্যান্য ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটের  Linking করা । আর যখন এই সকল ওয়েবসাইট থেকে আপনাকে Link দিবে ,এর মানে হলো আপনার ওয়েবসাইটকে তারা সুপারিশ প্রদান করছে । আর এই বিষয়টি তখন সার্চ ইন্জিন পজেটিভ সিগন্যাল হিসেবে দেখে তার কারন হলো ,আপনার ওয়েবসাইটকে যখন তারা সুপারিশ করবে তখন সার্চ ইন্জিন এর ক্রলার  ভাবে আপনার ওয়েবসাইটে অনেক গুরুত্বপূর্ন  কিছু আছে তাই তারা Link প্রদান করছে । এর ফলে সার্চ ইন্জিন আপনার ওয়েবসাইটকে ধীরে ধীরে Ranking দেওয়া শুরু করবে ।

Off-page SEO এর জন্য কি কি ধরনের Backlink করতে হয় ?
  • Social bookmarking 
  • Blog Submission 
  • Image submission 
  •  Free guest posting 
  •  Directory submission 
  • Classified submission 
  •  Profile Submission 
  •  Article submission 
  •  Web 2.0 submission 
  •   Forum Posting 

এখানে যে দশটি Backlink টেকনিক বলা হয়েছে ,এই গুলো আপনাকে করতে হবে আপনার ওয়েবসাইটের জন্য । 

টেকনিক্যাল এসইও

আপনার অফপেজ এইও এবং অনপেজ এইও করা হয়ে গেলো ,এর মানে তাই নয় সার্চ ইন্জিন আপনাকে র‌্যাংক করানোর জন্য হুমড়ি খেয়ে পড়বে । এর পড়ও আরো একটি এসইও টেকনিক বাকি আছে সেইটা হলো  Technical SEO যেটা অনেক দরকারি ।

অনেকেই আছেন SEO মানে তারা ভাবে , অফপেজ এইও এবং অনপেজ এইও । আসলে ঠিক তা নয় এই Technical SEO কতটা গুরুত্বপূর্ন  আপনি জানলে অবাক হয়ে যাবেন । এখন আপনি যদি অফপেজ এইও এবং অনপেজ এইও করে ভাবেন যে আপনি র‌্যাংক করতে পারবেন তাহলে ভুল ভাবছেন কারন আপনার সাইট ডাউন থাকলে সার্চ ইন্জিন গুলো কখনোই  র‌্যাংক দিবে না  বা করতে পারবেন না । এর কারন ?

এইবার ধরে নিলাম আপনার ওয়েবসাইট কোনো একটি keyword এ গুগলে প্রথমে র‌্যাংক করে আছে ,যে keyword কেউ লিখে সার্চ করলেই আপনার ওয়েবসাইট প্রথমে দেখাচ্ছে । এখন কোনো ট্রাফিক বা ভিজিটর যখন আপনার ওয়েবসাইটে ঢুকবে তখন যদি  Loading Speed বেশি থাকে ,এমন হতে পারে ৩০ সেকেন্ড পার হয়ে যাচ্ছে তখন সেই ভিজিটর কিন্তু চলে যাবে কারন আপনি একটু চিন্তা করেন যখন কোনো একটি বিষয়ে জানতে গুগলে যাচ্ছেন এবং প্রথমে যে ওযেবসাইট পাবেন সেখানে ঢুকছেন এখন যদি দেখেন সাইটের Loading Speed অনেক বেশি তাহলে নিশ্চই এখান থেকে বের হয়ে যাবেন ।

আর তখন আপনার র‌্যাংকিং ডাউন হতে থাকবে ,এই ডাউন এমন হতে পারে যে প্রথম পেজ থেকে একদম ৩-৪ পেজ অথবা তার নিচে নামিয়ে দিতে পারে । তাই এই সমস্যা থেকে সমাধান পাওয়ার একটাই মাধ্যম হলো প্রোপার Technical SEO করা । 

এখন এই Technical SEO এর জন্য কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে ?

  • URL Structure
  • SSL Certificate
  • Crawler error Fixing
  • Page Loading Speed
  • Sitemap & Robots.txt file upload
  • Mobile Usability
  •  Error 301 Redirects

এসইও করার ফ্রি টুলস


এই এসইও করার সময় আমাদের বিভিন্ন ধরনের টুলস প্রোয়জন হয় , আর এই কাজ আপনি যদি ম্যনুয়ালি  করতে চান তাহলে আপনার অনেক সময় ব্যায় করতে হবে । উদাহরন আপনি যে কাজ ম্যনুয়ালি করতে চাচ্ছেন যা করতে সময় লাগবে ১০ ঘন্টা তা আপনি টুলস ব্যাবহার করে ১০ মিনিটে করে দিতে পারবেন । তাহলে বুঝতেই পারছেন টুলস কত উপকারি । এই টুলস ফ্রি এবং পেইড দুই ভাবে পাবেন ,তাই আমি আপনাদের আজ এসইও করার জন্য কয়েকটি ফ্রি টুলস এর নাম বলবো ।

  • Google Trends
  • SEOlyzer
  • Answer The Public
  • Google Keyword Planner
  • Keyword Surfer
  • Ubersuggest

এগুলো ছারাও ইন্টারনেটে আরো অনেক ফ্রি টুলস আছে , যা আপনি কাজ করতে করতে অনেক টুলস সম্পর্কে পরিচিত হতে পারবেন । 

SEO শিখে কিভাবে আয় করবো?


SEO Meaning Bangla। SEO কিভাবে শিখবো



অনলাইনে জনপ্রিয় একটা কাজ হলো এই   SEO ,আপনি যখন   SEO এক্সপার্ট হতে পারবেন তখন বিভিন্ন ভাবে ইনকাম করতে পারবেন । তখন ইনকাম এর সোর্স আপনি খুজে পাবেন , তবে SEO করে অনেকে ইনকাম করছে এটা সত্যি কিন্তু কাজটি অনেক কঠিন । তাই আপনাকে আগে কাজটি শিখে তারপর ইনকাম এর চিন্তা করা উচিৎ ,মূলত SEO করে দুই ভাবে ইনকাম করতে পারেন । 

  •  ফ্রীল্যান্সিং
  • নিজের বিজনেস 

 ফ্রীল্যান্সিং এটা হলো অন্যের বিজনেস এর কাজ করে দেওয়া তার বিনিময় অর্থ উপার্জন করা । যেমন ফাইবার এর মতো মার্কেটপ্লেস গুলোতে আপনি SEO সার্ভিস দিয়ে উপার্জন করতে পারেন । 

নিজের বিজনেস যেমন নিজের একটা ওয়েবসাইট SEO করে নানা উপায়ে ইনকাম করতে পারেন । ব্লগিং শুরু করতে পারেন এটা জনপ্রিয় একটা বিজনেস ,আপনি যদি কেনো বিষয়ে জেনে থাকেন তাহলে সেই বিষয়ে লেখালেখি শুরু করে দেন একদিন ভালো কিছু হবে । এখন আপনি যদি মনে করেন আজ রাতই SEO করে কাল সকালে র‌্যাংক করে অনেক উপার্জন করবো । তাহলে আপনি একটা বোকা কারন SEO করে এক রাতে র‌্যাংক করা যায় না ,এটা একটা সময় নিয়ে করতে হয় এবং ভলো রেজাল্ট পেতে একটু সময়ও লাগে । তাই আমি আপনাদেরকে বলবো আগে কাজ ভালো করে শিখেন ,তাহলে কাজ আপনাকে খুজে নিবে । 


ধন্যবাদ এতো সময় নিয়ে এই পুরো আর্টিকেল টি পড়ার জন্য ,যদি এই আর্টিকেল টি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন কারন আপনাদের জন্য অনেক পরিশ্রম করে এই  আর্টিকেল লিখতে হয় আমাদের ।