Digital Marketing ki Bangla ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখব
বর্তমানে আমাদের প্রযুক্তি ডিজিটাল সেবা খুব জনপ্রিয়, আর আপনি যদি এই বিষয়টি না জেনে থাকেন তাহলে আপনি এখনো অনেক পিছিয়ে আছেন ,চিন্তার প্রোয়জন নাই কারন আজ আমি আপনাদের ডিজিটাল মার্কেটিং নিয়ে গভীরে আলোচনা করবো। আপনি যদি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে পারেন তাহলে যে কোনো ব্যাবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন ,এটা হতে পারে নিজের Business বা ক্লাইন্ট এর Business ।
ডিজিটাল মার্কেটিং এর দ্বারা ছোট এবং বড়ো কোম্পানি গুলো নিজেদের প্রোডাক্টকে লক্ষ্য লক্ষ্য গ্রাহোক এর কাছে মার্কেটিং বা Promotion করছেন ,এবং তাদের বিজনেসকে প্রতিনিয়ত Grow করছে।
আগে কোম্পানি গুলো এমন সকল যায়গাতে বিজ্ঞাপন প্রচার করতো যেখানে মানুষ এর ভির অনেক বেশি থাকতো,যেমন রেডিও, টিভি এবং রাস্তা ঘাটের আসে পাশে। আর আজ যে সকল যায়গাতে মানুষ এর ভির বেশি সেইটি হলো ইন্টারনেট,তাই বর্তমানে মার্কেটিং পদ্ধতি এতো সহজ হয়ে গিয়েছে, এর কারন বিশ্বে মোট ৫৫.০৮ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যাবহার করছেন তার ভিতর ৭৫ শতাংশ নিয়মিত সোশ্যাল মিডিয়া ব্যাবহার করছেন । তাই Social Media ও ডিজিটাল মাধ্যমগুলো কে ব্যাবহার করে বা কাজে লাগিয়ে বিজনেস কে Grow করছে।
ডিজিটাল মার্কেটিং কি? Digital Marketing ki Bangla
ডিজিটাল মার্কেটিং শব্দ দুটির অর্থ ভিন্ন ভিন্ন যেমন : ডিজিটাল শব্দের মানে হলো এমন টেকনোলজি যা কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইস যেটা বিশেষ ভবে ইন্টারনেট নেটওয়ার্ক এর সাথে জড়িত বিষয় বস্তুকে বুঝায়।
আর মার্কেটিং এর মানে হলো, এটা হতে পারে নিজের বিজনেস বা ক্লাইন্ট এর বিজনেস এর প্রোডাক্ট কে বিভিন্ন উপায়ে কাস্টমারের কাছে প্রচার বা প্রোমশন করা,আর এই প্রচার করার একটাই উদ্দেশ্য থাকে মার্কেটিং করার, তাতে প্রোডাক্ট কিনুক বা না কিনুক তার বিজনেস সম্পের্কে জানতে পারে তার জন্য ।
ডিজিটাল মার্কেটিং এর প্রোকারভেদ
1. Search engine optimization (SEO)
2. Search Engine Marketing (SEM)
3. Content marketing
4. Video Marketing
5. Social Media Marketing(SMM)
6. Music Marketing
7. CPA Marketing
8. Email Marketing
9. Affiliate Marketing
10. Blog Website Marketing
2. Search Engine Marketing (SEM)
3. Content marketing
4. Video Marketing
5. Social Media Marketing(SMM)
6. Music Marketing
7. CPA Marketing
8. Email Marketing
9. Affiliate Marketing
10. Blog Website Marketing
Search engine optimization (SEO)
হচ্ছে এমন একটি Search engine এর Algorithm সেটা হতে পারে Google অথবা Bing যেখানে ওয়েবসাইটরে কোনো একটি Target Keyword বেজ করে ওয়েবসাইটকে Rank করানো হয় । খুব সহজ উদাহরন হলো আমরা কম বেশি সকলে Google ব্যাবহার করি যখন গুগলে আমরা কোনো কিছু লিখে সার্চ করি তখন গুগল আমাদের যে রেজাল্ট দেখায় নিচে উদাহরন একটি ছবি দেওয়া হলো
আশা করি এই ছবি থেকে বুঝতে পারছেন SEO কি ,এখন আমি যদি বলি গুগলে যখনই আপনার প্রোয়জনিয় কিছু সার্চ করবেন এবং যে সার্চ রেজাল্ট শো করবে ,তার মধ্যে আপনি কোনটায় ক্লিক করবেন ? অবশ্যই প্রথম যে লিংক থাকবে সেইটায় ক্লিক করবেন । তাহলে বুঝতেই পারছেন সারা বিশ্বে SEO এর চাহিদা কেমন ,আর এই SEO কে ব্যাবহার করে প্রতি দিন লক্ষ্য লক্ষ্য ডলার ইনকাম করছে অনলাইন কোম্পানি গুলো ।
SEO সাধারনত তিন ধরনের হয়ে থাকে যেমন:
- White hat SEO
- Gray Hat SEO
- black hat SEO
আপনার জন্য আরো কি ভাবে সঠিক পদ্ধতিতে SEO করতে হয়
Search Engine Marketing (SEM)
হলো একটি পেইড মার্কেটিং কৌশল ,এক কথায় বলতে গেলে টাকা দিয়ে বিজ্ঞাপন দেওয়া এবং যার মাধ্যমে আপনার ওয়েবসাইটে বা আপনার বিজনেসে ট্রাফিক ড্রাইভ করানো । এই সিস্টেমটি হলো PPC ( Pay-Per-Click) অথবা CPC (Cost-per-Click )
SEM সাধারনত বিভিন্ন প্লাটফর্মে হয়ে থাকে তার মধ্যে অন্যতম Google Ads সবচেয়ে বেশি জনপ্রিয় । SEM বর্তমানে, ডিজিটাল মার্কেটিং সেক্টরে জনপ্রিয় এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট বাড়াতে সাহায্য করবে ।
Content marketing
বলতে যে কোনো বিষয়ে তৈরি কন্টেট কে ব্রান্ডিং করা, এক কথায় অনলাইনে যে কোনো প্লাটফর্মে আপনার পন্য বা সেবাকে কোনো এক Target Keyword দ্বারা আপনার কাস্টমারের কাছে পৌছানো এবং খুব সহজে আপনার টার্গেট পাঠক বা ক্রেতা খুজে পেতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে ।
তাই এমন এমন প্লাটফর্ম বেছে নিতে হবে যেখানে অনেক Traffic আছে এবং প্রতিনিয়ত কন্টেট গুলো আপডেট রাখতে হবে ।
যেমন আপনার পন্যের বিষয়বস্তু খুব সহজে উপাস্থাপনা করতে হবে ,যাতে আপনার ক্রেতা পন্যটি ক্রয় করতে আগ্রহি হয়,একটি ভালো কন্টেট তৈরি করতে পারলে আপনার ব্রান্ডিং এবং জনপ্রিয়তা বাড়বে। তাই ডিজিটাল মার্কেটিং এ ভালো কন্টেট গুরুত্বপূর্ন ।
Video Marketing
মার্কেটিং বিশ্বে খুব জনপ্রিও একটি মার্কেটিং ভিডিও মার্কেটিং ,এক গবেষনায় দেখা গিয়েছে অন্য সব মার্কেটিং এর থেকে Video Marketing এ সেল বা কনর্ভাশন বেশি হয়ে থাকে । তার আগে জানি ভিডিও মার্কেটিং কি,ভিডিও মার্কেটিং হলো কোনো প্রোডাক্ট বা সাভির্সকে ভিডিও কন্টেট এর মাধ্যমে উপাস্থাপন করাকে ভিডিও মার্কেটিং বলে।
ভিডিও মার্কেটিং এর জন্য খুব জনপ্রিয় একটি প্লাটফর্ম হলো Youtbe যেখানে অনেক বড় বড় কোম্পানি গুলো প্রতিনিয়ত মার্কেটিং করে যাচ্ছে । তাই আমি মনে করি কোম্পানি শুরু থেকে ভিডিও মার্কেটিং করা উচিৎ তাহলে একটা সময়ে অনেক সেল জেনারেট করা সম্ভব । তাই Youtbe এর মতো অনেক প্লাটফর্ম আছে যেখানে মার্কেটিং করে কোম্পানির ব্রান্ডিং এবং সেল দুটোই সম্ভব ।
Social Media Marketing
বিশ্বে ইন্টানেট ব্যবহারকারীদের মধ্যে ৭৫% ব্যবহারকারী মানুষ সোশ্যল মিডিয়ার সাথে যুক্ত আছে । তাই Social Media Marketing করে খুব দ্রুত লক্ষ্য লক্ষ্য মানুষ এর কাছে পৌছানো সম্ভব । আসলে সোশ্যল মিডিয়া গুলো বলতে বুঝায় Facebook , Instagram ,Youtube , Twitter ,linkdin তার মধ্যে অন্নতম জনপ্রিয় Facebook এবং Youtube তাই বিজনেস এর শুলোতে শুরু থেকেই সোশ্যল মিডিয়া মার্কেটিং খুবই গুরুত্বপূর্ন তাহলে ভবিষ্যৎ ভালো একটা ইনকাম জেনারেট করা সম্ভব ।
বিশ্বের সকল দেশেরই ভিন্ন ভিন্ন জনপ্রিয় সোশ্যল মিডিয়া থাকে , তাই এই ভাবে টার্গেট করে অনলাইনে বিজনেস করে থাকে মার্কেটাররা । বিশেষ করে American Country তে Facebook , Instagram , linkdin , Twitter এবং Youtube বেশি জনপ্রিয়,এই সব জায়গা গুলোতে বিজ্ঞাপন দেখিয়ে যে মার্কেটিং টি করা হয় তাকেই Social Media Marketing বলে ।
Music Marketing
হলো আমরা সাধারনত যে সকল মিউজিক শুনে থাকি সেই মিউজিক গুলোকে মার্কেটিং করাকে Music Marketing বলে । এইবার বলি এই Music Marketing করে লাভ কি ? মিউজিক মার্কেটিং করে খুব দ্রুতোই জনপ্রিয়তা বাড়ানো সম্ভব এবং এর চাহিদা অনেক মার্কেটে ।
তাই আপিনি যদি এই Music Marketing জানেন তাহলে অনেক পদ্ধতিতে ইনকাম করতে পারবেন । মিউজিকের জনপ্রিয়তা মোটামুটি সকল দেশে আছে ,তাই এর ডিমান্ড এতো বেশি । ফাইবার মার্কেটপ্লেসে এমন অনেক কাজ আছে যা করে আপনি অর্থ উপার্জন করতে পারবেন।
CPA Marketing
CPA এর অর্থ হলো Cost Per Action যার মানে হলো কোনো একটি অফার কে প্রোমোট করে Action Full Fill করলে আপনি একটি নির্দিষ্ট পরিমানে অর্থ পাবনে । সেটি হতে পারে কোনো একজন ব্যাক্তিকে দিয়ে একটি ইমেইল সাবমিট করানো ,আর এই Action Full Fill হলে আপনি ঐ নির্দিষ্ট পরিমানে অর্থটি পাবেন।
CPA Marketing কেনো করবেন ? তার কারন এই সেক্টরটি সব থেকে সহজ পদ্ধতিতে ইনকাম জেনারেট করা যায় ।
কারন আপনি এমন নিশ নিয়ে কাজ করবেন যা মানুষ চাচ্ছে ,এই নিশ হতে পারে অনলাইন জব, আপনি যদি সেই ব্যক্তিকে দিয়ে Action Full Fill করতে পারেন তাহলেই আপনার ইনকাম হবে । এবং প্রতিজন কে দিয়ে Action Full Fill করালে আপনার যেমন ইনকাম হতে পারে $0.01 থেকে Unlimited
Email Marketing
ইমেইল মার্কেটিং এর মাধ্যমে কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসকে প্রচার করা হয় । এই সেক্টরটি অনেক বিশাল জায়গা করে নিয়েছে এই Email Marketing পদ্ধতি টি হলো একটি সাজানো কন্টেট যা গ্রাহকের কাছে প্রোডাক্ট এর গুনাগুন তুলে ধরা হয়। গ্রাহকে তাদের পন্য ক্রয় করতে আগ্রহী করে তোলে,এতে গ্রাহক এবং কাস্টমারের ভীতর একটা Smartness গড়ে উঠে। এবং এর মাধ্যমে বেশি সেল হয় ,এতে বিজনেসে লাভবান হওয়া যায় ।
ইমেইল মার্কেটিং এর সাধারন কিছু টেকনিক আছে যা ব্যবহার করে মিনিটেই হাজার ইমেইল কালেক্ট করা যায় যা নিয়ে বিস্তারিত পরে এই সাইটে আর্টিকেল আসবে ।
Affiliate Marketing
অ্যফিলিয়েট মার্কেটিং ইন্টারনেটে বহুল প্রচলিত ,সাধারন ভাবে বলতে গেলে অন্যের প্রোডাক্ট কে মার্কেটিং করে কমিশন জেনারেট করা । সারা বিশ্বে এমন হাজার হাজার কোম্পানি আছে যারা নিজেদের Partner Program চালু রেখেছে , ফলে সেই কোম্পানি গুলো অনকে বেশি সেল জেনারেট করছে । আপনাদের কিছু Example Partner Program এর নাম বলছি যেমন Amazon, Alibaba, ebey এই সব কোম্পানি গুলো অ্যফিলিয়েট কমিশন দিয়ে থাকে ।
তাই Affiliate Marketing করে বড়ো বড়ো বিজনেস করছে মার্কেটাররা এবং অনেক বেশি পরিমানে ইনকাম সম্ভব এই সেক্টর থেকে ,এই বিষয়ে সামনে বিস্তারিত আর্টিকেল আসবে ।
আপনার জন্য আরো কি ভাবে সঠিক পদ্ধতিতে Affiliate Marketing করতে হয় ।
Blog Website Marketing
ব্লগ ওয়েবসাইট মার্কেটিং বলতে , কোনো একটি ওয়েব সাইট বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে লোকেদের উপকার করা। আর তখনই সেই ওয়েব সাইট বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করা সম্ভব ,কারন এমন অনেক কোম্পানি আছে যারা বিজ্ঞাপন দেখানোর জন্য আপনাকে অর্থ প্রদান করবে ।
এবং আপনার ব্লগে আসা ভিজিটর দের দিয়ে নানা উপায়ে ইনকাম জেনারেট করতে পারবেন । কারন বিশ্বে পন্যের চাহিদা দিন দিন বাড়বে এবং তার সাথে সাথে বিজ্ঞাপন দেখানো ও বাড়বে ,তাই আপনি যদি একটি ব্লগ তৈরি করতে পারেন তাহলে আপনার ইনকাম করা সহজ হবে ।
কি ভাবে সঠিক পদ্ধতিতে ফ্রিতে একটি Blog Website তৈরি করতে পারেন ।
ডিজিটাল মার্কেটিং ব্যবহার করে কিভাবে ফ্রিল্যান্সিং করবেন
আপনি যখন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সম্পূর্ন জানতে পারবেন তখন এতো কাজ থাকবে আপনি সময় দিতে পারবেন না । এখন হয়তো আপনি ভাবছেন কে কাজ দিবে ,আসলে আপনি যখন ডিজিটাল মার্কেটিং সম্পূর্ন জ্ঞান অর্জন করতে পারবেন, তখন নিজের কাজ এবং ক্লাইন্ট এর কাজ দুইটা করতে সুযোগ পাবেন । যদি বলি ক্লাইন্ট এর কাজ কি ভাবে করবেন ,এটা হতে পারে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে এখানে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারেন ।
এইবার জানবো কোন মার্কেটপ্লেস গুলোতে কাজ পাবেন ,যেমন Fiverr ,Freelancer ,Upwork
এই সকল মার্কেটপ্লেস গুলোতে । তাই এখনই সময় আপনাকে একজন দক্ষ ডিজিটাল মার্কেটার হওয়া ,এই ডিজিটাল মার্কেটিং শিখে আপনি মাসে হাজার ডলার ইনকাম করতে পারবেন এবং এই সেক্টরের চাহিদা অনেক বেশি থাকবে ।
আপনার জন্য আরো সেরা ১০টি Freelancing Site ।
ডিজিটাল মার্কেটিং এর লাভ কি ?
বর্তমান যুগে কোনো বিজনেস কে অনলাইনে দাড় করাতে হলে আপনাকে Digital Marketing ki জানতে হবে এবং এই ডিজিটাল মার্কেটিং ধীরে ধীরে এতো কঠিন হয়ে যাবে যা ভবিষ্যৎ একটা বিজনেস কে Run করতে হলে অনেক বেশি কম্পিটিশন এর সমূক্ষীন হতে হবে । তাই এখন আপনাকে শিখে নেওটা খুব জরুরি তাহলে ভবিষ্যৎ কেমন মার্কেটিং করলে আপনার সেল ভালো হবে সেই জ্ঞানটি অর্জন করতে পারবেন ।
Digital Marketing ki জানলে কি কি লাভ হতে পারে
- ডিজিটাল মার্কেটিং ব্যবহার করে অনলানে কিছু সময়ের ভিতর লক্ষ্য মানুষের কাছে পৌছাতে পারবেন যা অফলাইন মার্কেটে করতে গেলে অনেক বেশি সময় ইনভেস্ট করা লাগতো ।
- ডিজিটাল মার্কেটিং ব্যবহার করে মুহূর্তে কোম্পানির ব্রন্ডিং করতে পারবেন , এর জন্য প্রচুর সময় বেছে যাবে
- ডিজিটাল মার্কেটিংয়ে এমন কিছু পদ্ধিতি আছে যা ব্যবহার করে শুধুমাত্র আপনার টার্গেট কাস্টমার খুজে পেতে সক্ষম হবেন ।
- ডিজিটাল মার্কেটিং করতে শুধু মাত্র একটা কম্পিউটার আর ইন্টানেট সংযোগ থাকলেই হয় ।
- মার্কেটিং করতে সময় এবং অর্থ দুটোই বেছে যাবে ।
ডিজিটাল মার্কেটিং করে কেমন ইনকাম করা সম্ভব
ডিজিটাল মার্কেটিং করে সারা বিশ্বে মার্কেটাররা লক্ষ্য টাকা ইনকাম করছে ,তাহলে তারা যদি করতে পারে আপনি কেনো পারবেন না । উপরে যে দশটি আয়ের পদ্ধতি নিয়ে আলোচনা করেছি তার মধ্যে যে কোনো একটি বিষয়ে দক্ষ অর্জন করে মার্কেটে নেমে পরেন ,তাতে অল্প উপার্জন হলেও আস্তে আস্তে আপনিও লক্ষ্য টাকা ইনকাম করতে পারবেন । আমি রিকমেন্ড করবো আপনি নতুন অবস্থায় CPA Marketing শুরু করে দেন তাহলে আসা করি শুরুতে একটা ভালো রেজাল্ট পাবেন ।
আমি জানি এই পুরো বিষয়টি জানার চেস্টা করেছেন তারমানে আপনার অনলাইন থেকে ইনকাম করার ইচ্ছা আছে লেগে থাকুন সামনে ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে ।
ধন্যবাদ এতো সময় সাথে থাকার জন্য ।
More Info....... Marketing Bangla
Search Engine Marketing (SEM)
SEM সাধারনত বিভিন্ন প্লাটফর্মে হয়ে থাকে তার মধ্যে অন্যতম Google Ads সবচেয়ে বেশি জনপ্রিয় । SEM বর্তমানে, ডিজিটাল মার্কেটিং সেক্টরে জনপ্রিয় এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট বাড়াতে সাহায্য করবে ।
Content marketing
বলতে যে কোনো বিষয়ে তৈরি কন্টেট কে ব্রান্ডিং করা, এক কথায় অনলাইনে যে কোনো প্লাটফর্মে আপনার পন্য বা সেবাকে কোনো এক Target Keyword দ্বারা আপনার কাস্টমারের কাছে পৌছানো এবং খুব সহজে আপনার টার্গেট পাঠক বা ক্রেতা খুজে পেতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে ।
তাই এমন এমন প্লাটফর্ম বেছে নিতে হবে যেখানে অনেক Traffic আছে এবং প্রতিনিয়ত কন্টেট গুলো আপডেট রাখতে হবে ।
যেমন আপনার পন্যের বিষয়বস্তু খুব সহজে উপাস্থাপনা করতে হবে ,যাতে আপনার ক্রেতা পন্যটি ক্রয় করতে আগ্রহি হয়,একটি ভালো কন্টেট তৈরি করতে পারলে আপনার ব্রান্ডিং এবং জনপ্রিয়তা বাড়বে। তাই ডিজিটাল মার্কেটিং এ ভালো কন্টেট গুরুত্বপূর্ন ।
Video Marketing
মার্কেটিং বিশ্বে খুব জনপ্রিও একটি মার্কেটিং ভিডিও মার্কেটিং ,এক গবেষনায় দেখা গিয়েছে অন্য সব মার্কেটিং এর থেকে Video Marketing এ সেল বা কনর্ভাশন বেশি হয়ে থাকে । তার আগে জানি ভিডিও মার্কেটিং কি,ভিডিও মার্কেটিং হলো কোনো প্রোডাক্ট বা সাভির্সকে ভিডিও কন্টেট এর মাধ্যমে উপাস্থাপন করাকে ভিডিও মার্কেটিং বলে।
ভিডিও মার্কেটিং এর জন্য খুব জনপ্রিয় একটি প্লাটফর্ম হলো Youtbe যেখানে অনেক বড় বড় কোম্পানি গুলো প্রতিনিয়ত মার্কেটিং করে যাচ্ছে । তাই আমি মনে করি কোম্পানি শুরু থেকে ভিডিও মার্কেটিং করা উচিৎ তাহলে একটা সময়ে অনেক সেল জেনারেট করা সম্ভব । তাই Youtbe এর মতো অনেক প্লাটফর্ম আছে যেখানে মার্কেটিং করে কোম্পানির ব্রান্ডিং এবং সেল দুটোই সম্ভব ।
Social Media Marketing
বিশ্বে ইন্টানেট ব্যবহারকারীদের মধ্যে ৭৫% ব্যবহারকারী মানুষ সোশ্যল মিডিয়ার সাথে যুক্ত আছে । তাই Social Media Marketing করে খুব দ্রুত লক্ষ্য লক্ষ্য মানুষ এর কাছে পৌছানো সম্ভব । আসলে সোশ্যল মিডিয়া গুলো বলতে বুঝায় Facebook , Instagram ,Youtube , Twitter ,linkdin তার মধ্যে অন্নতম জনপ্রিয় Facebook এবং Youtube তাই বিজনেস এর শুলোতে শুরু থেকেই সোশ্যল মিডিয়া মার্কেটিং খুবই গুরুত্বপূর্ন তাহলে ভবিষ্যৎ ভালো একটা ইনকাম জেনারেট করা সম্ভব ।
বিশ্বের সকল দেশেরই ভিন্ন ভিন্ন জনপ্রিয় সোশ্যল মিডিয়া থাকে , তাই এই ভাবে টার্গেট করে অনলাইনে বিজনেস করে থাকে মার্কেটাররা । বিশেষ করে American Country তে Facebook , Instagram , linkdin , Twitter এবং Youtube বেশি জনপ্রিয়,এই সব জায়গা গুলোতে বিজ্ঞাপন দেখিয়ে যে মার্কেটিং টি করা হয় তাকেই Social Media Marketing বলে ।
Music Marketing
হলো আমরা সাধারনত যে সকল মিউজিক শুনে থাকি সেই মিউজিক গুলোকে মার্কেটিং করাকে Music Marketing বলে । এইবার বলি এই Music Marketing করে লাভ কি ? মিউজিক মার্কেটিং করে খুব দ্রুতোই জনপ্রিয়তা বাড়ানো সম্ভব এবং এর চাহিদা অনেক মার্কেটে ।
তাই আপিনি যদি এই Music Marketing জানেন তাহলে অনেক পদ্ধতিতে ইনকাম করতে পারবেন । মিউজিকের জনপ্রিয়তা মোটামুটি সকল দেশে আছে ,তাই এর ডিমান্ড এতো বেশি । ফাইবার মার্কেটপ্লেসে এমন অনেক কাজ আছে যা করে আপনি অর্থ উপার্জন করতে পারবেন।
CPA Marketing
CPA এর অর্থ হলো Cost Per Action যার মানে হলো কোনো একটি অফার কে প্রোমোট করে Action Full Fill করলে আপনি একটি নির্দিষ্ট পরিমানে অর্থ পাবনে । সেটি হতে পারে কোনো একজন ব্যাক্তিকে দিয়ে একটি ইমেইল সাবমিট করানো ,আর এই Action Full Fill হলে আপনি ঐ নির্দিষ্ট পরিমানে অর্থটি পাবেন।
CPA Marketing কেনো করবেন ? তার কারন এই সেক্টরটি সব থেকে সহজ পদ্ধতিতে ইনকাম জেনারেট করা যায় ।
কারন আপনি এমন নিশ নিয়ে কাজ করবেন যা মানুষ চাচ্ছে ,এই নিশ হতে পারে অনলাইন জব, আপনি যদি সেই ব্যক্তিকে দিয়ে Action Full Fill করতে পারেন তাহলেই আপনার ইনকাম হবে । এবং প্রতিজন কে দিয়ে Action Full Fill করালে আপনার যেমন ইনকাম হতে পারে $0.01 থেকে Unlimited
Email Marketing
ইমেইল মার্কেটিং এর মাধ্যমে কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসকে প্রচার করা হয় । এই সেক্টরটি অনেক বিশাল জায়গা করে নিয়েছে এই Email Marketing পদ্ধতি টি হলো একটি সাজানো কন্টেট যা গ্রাহকের কাছে প্রোডাক্ট এর গুনাগুন তুলে ধরা হয়। গ্রাহকে তাদের পন্য ক্রয় করতে আগ্রহী করে তোলে,এতে গ্রাহক এবং কাস্টমারের ভীতর একটা Smartness গড়ে উঠে। এবং এর মাধ্যমে বেশি সেল হয় ,এতে বিজনেসে লাভবান হওয়া যায় ।
ইমেইল মার্কেটিং এর সাধারন কিছু টেকনিক আছে যা ব্যবহার করে মিনিটেই হাজার ইমেইল কালেক্ট করা যায় যা নিয়ে বিস্তারিত পরে এই সাইটে আর্টিকেল আসবে ।
Affiliate Marketing
অ্যফিলিয়েট মার্কেটিং ইন্টারনেটে বহুল প্রচলিত ,সাধারন ভাবে বলতে গেলে অন্যের প্রোডাক্ট কে মার্কেটিং করে কমিশন জেনারেট করা । সারা বিশ্বে এমন হাজার হাজার কোম্পানি আছে যারা নিজেদের Partner Program চালু রেখেছে , ফলে সেই কোম্পানি গুলো অনকে বেশি সেল জেনারেট করছে । আপনাদের কিছু Example Partner Program এর নাম বলছি যেমন Amazon, Alibaba, ebey এই সব কোম্পানি গুলো অ্যফিলিয়েট কমিশন দিয়ে থাকে ।
তাই Affiliate Marketing করে বড়ো বড়ো বিজনেস করছে মার্কেটাররা এবং অনেক বেশি পরিমানে ইনকাম সম্ভব এই সেক্টর থেকে ,এই বিষয়ে সামনে বিস্তারিত আর্টিকেল আসবে ।
আপনার জন্য আরো কি ভাবে সঠিক পদ্ধতিতে Affiliate Marketing করতে হয় ।
Blog Website Marketing
ব্লগ ওয়েবসাইট মার্কেটিং বলতে , কোনো একটি ওয়েব সাইট বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে লোকেদের উপকার করা। আর তখনই সেই ওয়েব সাইট বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করা সম্ভব ,কারন এমন অনেক কোম্পানি আছে যারা বিজ্ঞাপন দেখানোর জন্য আপনাকে অর্থ প্রদান করবে ।
এবং আপনার ব্লগে আসা ভিজিটর দের দিয়ে নানা উপায়ে ইনকাম জেনারেট করতে পারবেন । কারন বিশ্বে পন্যের চাহিদা দিন দিন বাড়বে এবং তার সাথে সাথে বিজ্ঞাপন দেখানো ও বাড়বে ,তাই আপনি যদি একটি ব্লগ তৈরি করতে পারেন তাহলে আপনার ইনকাম করা সহজ হবে ।
কি ভাবে সঠিক পদ্ধতিতে ফ্রিতে একটি Blog Website তৈরি করতে পারেন ।
ডিজিটাল মার্কেটিং ব্যবহার করে কিভাবে ফ্রিল্যান্সিং করবেন
আপনি যখন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সম্পূর্ন জানতে পারবেন তখন এতো কাজ থাকবে আপনি সময় দিতে পারবেন না । এখন হয়তো আপনি ভাবছেন কে কাজ দিবে ,আসলে আপনি যখন ডিজিটাল মার্কেটিং সম্পূর্ন জ্ঞান অর্জন করতে পারবেন, তখন নিজের কাজ এবং ক্লাইন্ট এর কাজ দুইটা করতে সুযোগ পাবেন । যদি বলি ক্লাইন্ট এর কাজ কি ভাবে করবেন ,এটা হতে পারে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে এখানে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারেন ।
এইবার জানবো কোন মার্কেটপ্লেস গুলোতে কাজ পাবেন ,যেমন Fiverr ,Freelancer ,Upwork
এই সকল মার্কেটপ্লেস গুলোতে । তাই এখনই সময় আপনাকে একজন দক্ষ ডিজিটাল মার্কেটার হওয়া ,এই ডিজিটাল মার্কেটিং শিখে আপনি মাসে হাজার ডলার ইনকাম করতে পারবেন এবং এই সেক্টরের চাহিদা অনেক বেশি থাকবে ।
আপনার জন্য আরো সেরা ১০টি Freelancing Site ।
ডিজিটাল মার্কেটিং এর লাভ কি ?
বর্তমান যুগে কোনো বিজনেস কে অনলাইনে দাড় করাতে হলে আপনাকে Digital Marketing ki জানতে হবে এবং এই ডিজিটাল মার্কেটিং ধীরে ধীরে এতো কঠিন হয়ে যাবে যা ভবিষ্যৎ একটা বিজনেস কে Run করতে হলে অনেক বেশি কম্পিটিশন এর সমূক্ষীন হতে হবে । তাই এখন আপনাকে শিখে নেওটা খুব জরুরি তাহলে ভবিষ্যৎ কেমন মার্কেটিং করলে আপনার সেল ভালো হবে সেই জ্ঞানটি অর্জন করতে পারবেন ।
Digital Marketing ki জানলে কি কি লাভ হতে পারে
- ডিজিটাল মার্কেটিং ব্যবহার করে অনলানে কিছু সময়ের ভিতর লক্ষ্য মানুষের কাছে পৌছাতে পারবেন যা অফলাইন মার্কেটে করতে গেলে অনেক বেশি সময় ইনভেস্ট করা লাগতো ।
- ডিজিটাল মার্কেটিং ব্যবহার করে মুহূর্তে কোম্পানির ব্রন্ডিং করতে পারবেন , এর জন্য প্রচুর সময় বেছে যাবে
- ডিজিটাল মার্কেটিংয়ে এমন কিছু পদ্ধিতি আছে যা ব্যবহার করে শুধুমাত্র আপনার টার্গেট কাস্টমার খুজে পেতে সক্ষম হবেন ।
- ডিজিটাল মার্কেটিং করতে শুধু মাত্র একটা কম্পিউটার আর ইন্টানেট সংযোগ থাকলেই হয় ।
- মার্কেটিং করতে সময় এবং অর্থ দুটোই বেছে যাবে ।
ডিজিটাল মার্কেটিং করে কেমন ইনকাম করা সম্ভব
ডিজিটাল মার্কেটিং করে সারা বিশ্বে মার্কেটাররা লক্ষ্য টাকা ইনকাম করছে ,তাহলে তারা যদি করতে পারে আপনি কেনো পারবেন না । উপরে যে দশটি আয়ের পদ্ধতি নিয়ে আলোচনা করেছি তার মধ্যে যে কোনো একটি বিষয়ে দক্ষ অর্জন করে মার্কেটে নেমে পরেন ,তাতে অল্প উপার্জন হলেও আস্তে আস্তে আপনিও লক্ষ্য টাকা ইনকাম করতে পারবেন । আমি রিকমেন্ড করবো আপনি নতুন অবস্থায় CPA Marketing শুরু করে দেন তাহলে আসা করি শুরুতে একটা ভালো রেজাল্ট পাবেন ।
আমি জানি এই পুরো বিষয়টি জানার চেস্টা করেছেন তারমানে আপনার অনলাইন থেকে ইনকাম করার ইচ্ছা আছে লেগে থাকুন সামনে ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে ।
ধন্যবাদ এতো সময় সাথে থাকার জন্য ।
More Info....... Marketing Bangla

.jpg)

.jpg)


.jpg)






একটি মন্তব্য পোস্ট করুন