Affiliate Marketing হলো এমন একটা মাধ্যম যার দ্বারা অনলাইনে এমন অনেক কোম্পানি আছে যারা এই Affiliate Program চালু করে রেখেছে এবং তাদের সাথে Program পার্টনার হয়ে তাদের প্রোডাক্ট নিয়ে আপনার ওয়েবসাইটে বা ইউটিউব চ্যানেল রিভিউ করে সেই প্রোডাক্টির লিংক দিয়ে দেওয়া যাতে কোনো কাষ্টমার সেই লিংকে গিয়ে যদি সেই প্রোডাক্টি কিনে নেয় তাহলে আপনি কমিশন টি ইনকাম করতে পারবেন এটাই হলো affiliate marketing in bangla ।
এইবার প্রশ্ন থাকতে পারে আপনি প্রডাক্টের লিংটি কোথায় পাবেন ? এইটা কোনো সাধারন লিংক না এই লিংক হলো আপনার ট্রাকিং প্রডাক্ট লিংক । অর্থাৎ আপনি যদি ট্রাকিং লিংক না দিতে পারেন তাহলে কোনো দিনও কমিশন ইনকাম হবে না । এখন এই লিংক কোথায় পাবেন এইটা আপনি যে Affiliate Program এর সাথে পার্টনার হয়ে কাজ করবেন , সেই পার্টনার Program আপনাকে লিংক দিবে । এই কমিশন কিন্তু সব প্রোডাক্ট এর ক্ষেত্রে এক হবে না , কারন এক এক প্রডাক্ট এর উপর এক এক কমিশন হয়ে থাকে । এই কমিশন কত হবে এটা আপনাকে আগে বলে দিবে যে কোম্পানির পার্টনার Program এ আপনি একাউন্ট করবেন । এটা নির্ধারিত হয় % এর উপর যেমন এক এক ক্যাটাগরির প্রোডাক্ট এর উপর তারা এক এক ধরনের কমিশন দিয়ে থাকে উদাহরন টিভি এবং বই এই দুই ক্যাটাগরির প্রোডাক্ট এর উপর দুই রকম কমিশন হয়ে থাকে ।
তাই আমি আপনাদের আজ বলে দিবো কি ভাবে ভালো প্রোডাক্ট সিলেক্ট করে মার্কেটিং করতে হবে ।
এমন করে আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে এফিলিয়েট লিংকের মাধ্যমে মার্কেটিং করে আয় করতে পারেন অনলাইন থেকে । আপনার যদি এই ওয়েবসাইটে বা ইউটিউব অনেক ভিজিটর থাকে তাহলে আপনি ভাবতে পারছেন না যে কত টাকা আয় করতে পারবেন । কারন আপনার ইনকাম ডিপেন্ড করবে আপনার ওয়েবসাইটে বা ইউটিউবে ভিজিটর এর উপর, তাই আপনার বেশি বেশি মার্কেটিং করতে হবে তাহলে ইনকাম টিও বেশি বেশি হবে ।
এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবো?
Affiliate Marketing শুরু করার জন্য কয়েকটি ধাপ আছে যে গুলো করতে হবে এবং সেই ধাপ গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এখন ,তাই আপনাকে বলবো অবশ্যই ধাপগুলো ফলো করবেন । এই affiliate marketing in bangla আপনি চাইলে শুধু দেশে করবেন তাও সম্ভব আবার যদি চান ইন্টানেশনাল করবেন তাও সম্ভব ,তবে ইন্টানেশনাল করতে হলে আপনাকে ইংলিশ এক্সপার্ট হতে হবে । আজ আমি আলোচনা করবো বাংলাদেশে থেকে বাংলা ভাষা ব্যবহার করে কি ভাবে বাংলাদেশের Affiliate Program গুলোতে Affiliate Marketing করে ইনকাম করবেন ।
১. একটি Affiliate Marketing ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল তৈরি করা ।
আমি বলবো Beginner হিসেবে আপনাকে একটা ওয়েবসাইট দিয়ে শুরু করা উচিৎ কারন ওয়েবসাইটে Marketing করা আপনার কাছে প্রথমে সহজ হবে ।
কারন বড় বড় Affiliate মার্কেটাররা ওয়েবসাইট দিয়ে Affiliate Marketing করে থাকে । আর যদি আপনি মনে করেন আপনার জন্য ইউটিউব চ্যানেলে মার্কেটিং করা সহজ হবে তাহলে করতে পারেন । আমি বলে দিবো ইউটিউব চ্যানেলে কি ভাবে আপনার Affiliate লিংক দিবেন ।
আমি বলবো আপনি একটা ফ্রি ওয়েবসাইট বানিয়ে তাই থেকে শুরু করেন আর যখন ইনকাম হবে তখন একটা প্রোফেশনাল ওয়েবসাইট বানিয়ে নিবেন । কি ভাবে ফ্রিতে একটা ওয়েবসাইট বানবেন তার জন্য এখানে ক্লিক করুন ।
২. জয়েন Affiliate Program ।
এইবার আপনাকে যে কোনো একটি Affiliate Program জয়েন হতে হবে এটা হতে পারে বিভিন্ন ধরনের কোম্পানি তবে আজ আমি দেখাবো কি ভাবে একটি বাংলাদেশী ইকমার্স Affiliate Program জয়েন হবেন এবং আপনার যদি অলরেডি কোনো Affiliate Program জয়েন থাকে তাহলে ভালোই হলো । এখন বলবো এই কোম্পানি গুলো কি কি ধরনের হতে পারে যেমন DARAZ , BDshop , AMAZON , Alibaba , এই গুলো হলো ইকমার্স কোম্পানি আবার Digital Product এর ভীতর HostGator , Bluhost , Putulhost, এই গুলো হলো Digital Product ।
তাই এটা কোনো মেটার না আপনি যে কোনো একটি কোম্পানির Affiliate Program জয়েন হলেই হবে । আজ বলবো কি ভাবে বাংলাদেশী একটা ইকমার্স ওয়েবসাইটের Affiliate Program জয়েন হবেন , BDshop এ কি ভাবে একটা Affiliate একাউন্ট তৈরি করবেন তাও আবার সাথে সাথে এফরুভ নিবেন ।
প্রথমে আপনাকে চলে যেতে হবে
BDshop এর অফিশিয়াল ওয়েবসাইটে তারপর একটা সাইনআফ পেজে সেই ফরম পুরোন করে সাবমিট এ ক্লিক করুন ,তারপর অপেক্ষা করুন আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন লিংক যাওয়ার জন্য । তারপর আপনি সেই লিংকে ক্লিক করলেই আপনাকে নিয়ে যাবে
BDshop এর Affiliate ডেসবোর্ডএ । নিচে আমি একটা ডেমো
BDshop এর সাইনআফ পেজ দিয়েছি দেখলে আগে একটু আইডিয়া পাবেন এবং এই ফরমটি পূরন করার সময় অবশ্যই সব তথ্য গুলো সঠিক দিবেন তাহলে পরবর্তিতে আপনার একাউন্টে কোনো প্রকার সমস্যা দেখা দিবে না ।
৩. সঠিক Product Research ।
এই Product Research এমন কিছু ডিপেন্ড করে যে ভালো Product সিলেক্ট করতে না পারলে আপনার সেল পাওয়ার চান্স কম থাকে । তাই আগে আপনাকে Product Research করা শিখতে হবে তাহলে সেল পাওয়ার চান্স বেশি থাকে । এই Product Research করতে হলে আগে আপনাকে জানতে হবে এই Product কত প্রকার হয়ে থাকে, Product সাধারনত দুই ধরনের হয়ে থাকে যেমন একটি হলো ডিজিটাল প্রোডাক্ট এবং অন্যটি ফিজিক্যাল প্রোডাক্ট । অনলাইনে যত ধরনের প্রোডাক্ট আছে সকল প্রোডাক্টই এই দুই ধরনের হয়ে থাকে , এখন আমরা জানবো এই ডিজিটাল প্রোডাক্ট এবং ফিজিক্যাল প্রোডাক্ট গুলো কি কি ?
ফিজিক্যাল Product বলতে আমরা দৈনন্দিন কাজে যে সকল পন্য ব্যাবহার করে থাকি যেমন : পোশাক-আশাক ,খাবার , ইলেকট্রনিক Product, ঘরের ফার্নিচার এই সকল Product ফিজিক্যাল প্রোডাক্ট এর ভিতর পরে । এ ছারাও আরো বিভিন্ন ধরনের Product আছে যা আমরা প্রতিনিয়ত ব্যাবহার করে থাকি তাই আপনি চাইলে এই সকল ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারেন । তবে Affiliate কমিশনের এর দিক থেকে দেখতে গেলে এই ফিজিক্যাল প্রোডাক্ট এর কমিশন হয় মূল প্রোডাক্ট এর দামের ২% থেকে শুরু হয় ২০% পর্যন্ত কমিশন দিয়ে থাকে ।
আর ডিজিটাল প্রোডাক্ট হলো এমন প্রোডাক্ট যা আমরা ধরে ছুয়ে দেখতে পারি না অর্থাৎ ভার্চুয়ালি ব্যবহার করতে হয় যেমন : সফটওয়্যার , ই-বুক , ডোমেইন হোস্টিং এই সকল প্রোডাক্টকে ডিজিটাল প্রোডাক্ট বলে । আর কামিশনের দিক থেকে দেখতে গেলে এই ডিজিটাল প্রোডাক্টে সব থেকে বেশি কমিশন পাওয়া যায় , এবং এই ডিজিটাল প্রোডাক্টে এর মূল দামের ৫% থেকে শুরু হয় ৮০% পর্যন্ত কমিশন দিয়ে থাকে । তাই এই ডিজিটাল প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করায় লাভ বেশি । আর এই ডিজিটাল প্রোডাক্ট এর কমিশন পাওয়ার সাথে সাথে উঠাতে পারবেন কিন্তু ফিজিক্যাল Product এর কমিশন সাথে সাথে উঠানো যায় না ,কারন ফিজিক্যাল Product রিটার্ন আসার চান্স থাকে তাই আপনার কমিশন পেইন্ডিং রাখে কিছুদিন ।
এখন বলবো শুরুতে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনার জন্য ভালো হবে । কারন এইটা যদি শুরুতে কঠিন টি নিয়ে কাজ করনে তাহলে সেল না পাওয়ার চান্স থাকে , তাই আমি বলবো আপনি শুরুতে ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন এটা বলছি তার কারন ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে সহজ হয় ।
তাহলে এইবার হয়তো আমরা বুঝতে পেরেছি যে ফিজিক্যাল প্রোডাক্ট এবং ডিজিটাল প্রোডাক্টে এর মধ্যে পার্থক্য কি ।
৪. এসইও অপটিমাইজড কন্টেন্ট ।
আপনার ওয়েবসাইট আছে ,Affiliate Program আছে এবং আপনার প্রোডাক্ট Research করা শেষ এখন আপনার কি করতে হবে ,ওয়েট বলে দিচ্ছি এখন আপনার কি করা দরকার ? আপনাকে এখন এসইও অপটিমাইজড কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্ট আপনি আপনার ওয়েবসাইটে পোষ্ট করবেন এবং সেখানে আপনার করা Affiliate লিংক দিয়ে ইনকাম করবেন । তার আগে বলি এই এসইও কেনো করা লাগবে সহজ ভাবে বলতে গেলে এসইও করে লাভ হলো ফ্রিতে টারগেট ভিজিটর পাওয়া । আর বুঝতেই পারছেন টারগেট ভিজিটর পাওয়া মানে সেল হওয়ার চান্স বেশি ,তাই এসইও করে ভিজিটর নিলে লাভ বেশি হয় ।
আর আপনি যদি ইউটিউব এ কাজ করতে চান তাহলে আপনার Affiliate লিংক টি ভিডিও এর ডেসক্রিপসনে দিয়ে দিবেন , তাই ইউটিউব এ মার্কেটিং করা সহজ চাইলে আপনি ইউটিউবে শুরু করকে পারেন । এখন বলবো কি ভাবে আপনি এসইও অপটিমাইজড কন্টেন্ট তৈরি করবেন আপনার Affiliate প্রোডাক্ট এর জন্য ,এটা জানতে হলে আপনাকে এসইও সম্পর্কে ভালো ভাবে জানতে হবে । আর যখন আপনি এসইও বুঝতে পারবেন তখন দেখবেন কত সহজ ভাবে গুগল থেকে ভিজিটর নেওয়া যায় ।

কত টাকা আয় করতে পারবো?
এখন ধরে নিলাম আপনার এফিলিয়েট মার্কেটিং/Affiliate Marketing কি বা affiliate marketing in bangla কি ভাবে করে তার সম্পূর্ন ধারনা আপনি পেয়ে গেছেন এবং ফ্রি অথবা পেইড যে কোনো একটি মাধ্যম ব্যবহার করে কাজ করবেন । এখন কথা হচ্ছে কত টাকা ইনকাম করতে পারবেন এই Affiliate Marketing করে ? এ প্রশ্নের উত্তর হলো আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন ।
অলরেডি আপনার যদি একটা প্রোফেশনাল ওয়েবসাইট বা ভালো একটি ইউটিউব চ্যানেল থাকে এবং আপনি যদি তখন সেই যায়গাতে আপনার Affiliate লিংটি দিয়ে থাকেন সেই যায়গা দিয়ে ঐ লিংকে ক্লিক করে যত সেল বা বিক্রি হবে আপনি ততো কমিশন পাবেন । তাহলে বুঝতেই পারছেন এর কোনো শেষ সীমানা নাই তাই সবাই বলে থাকে এই Affiliate Marketing বা affiliate marketing in bangla একটি স্ট্যান্ডার পেশা ।
এক কথায় বলতে গেলে আপনার যদি একটি এফিলিয়েট ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল থাকে , এবং সেখানে যদি খুব ভালো পরিমান ভিজিটর থাকে আপনার টার্গেট প্রোডাক্ট সম্পর্কে তাহলে আপনি আস্তে আস্তে সেল পেতে থাকবেন । তাই আমি বলবো আপনার যদি একটি এফিলিয়েট ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে আপনি সেখানে যত বেশি কাজ করতে পারবেন ততো বেশি ইনকাম করতে পারবেন ।
বেশি আয় করার কিছু কার্যকরি উপায়
Affiliate Marketing করে যদি আপনি খুব ভালো পরিমানে ইনকাম চান তাহলে অবশ্যই আপনাকে খুব বেশি বেশি মার্কেটিং করতে হবে ,কারন মার্কেটিং আপনাকে পৌছে দিবে আপনার টার্গেট কাষ্টমারের কাছে । তাই আপনাকে ভালো ভাবে জানতে হবে কি ভাবে সঠিক পদ্ধতিতে মার্কেটিং করতে হয় ,এই মার্কেটিং করার জন্য আমি আপনাদের এসইও টি করতে সাজেস্ট করেছি তার কারন এসইও করলে আপনি পরবর্তিতে বসে বসে ইনকাম করতে পারবেন ।
তাই উপরের স্টেপ গুলো ভালো ভাবে দেখে Affiliate Marketing শুরু করে দেন । এবং নিচে আমি আরো কিছু টেকনিক বলে দিচ্ছি যে টেকনিক গুলো এপ্লাই করে আপনি আরো ভালো রেজাল্ট পেতে পারেন সেই গুলো হলো ।
- সোশ্যাল মিডিয়া গুলোতে মার্কেটিং করা
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া গুলো খুব জনপ্রিয় তার কারন মানুষ কমিউনিটি পছন্দ করে তাই এই সকল সোশ্যাল মিডিয়াতে মানুষ বেশি সময় দেয় । তাই আপনাকে এই সুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়া গুলোতে মার্কেটিং করতে হবে । এখন আমরা জানবো এই সোশ্যাল মিডিয়া গুলোর নাম : ফেসবুক ,ইনাস্টাগ্রাম , টুইটার এই সকল প্লাটফর্ম গুলোতে প্রতি নিয়তো মার্কেটিং করতে হবে । আর এস.ই.ও এর ক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং খুব গুরুত্বপূর্ন তার কারন এটা র্যাকিং করতে হেল্প করে এক কথায় সোশ্যাল সিগনাল পাওয়া যায় ।
- Ask Questions সাইট গুলোতে মার্কেটিং করা
আপনাকে আগে জানতে হবে এই Ask Questions সাইট গুলোতে মার্কেটিং করে লাভ কি , অবশ্যই লাভ আছে এর কারন এই Ask Questions সাইট গুলোতে মানুষ তাদের অজানা প্রশ্নের উত্তর পেতে আসে । তাহলে বুঝতে পারছেন আপনি যদি অনেক অনেক প্রশ্নের উত্তর দিতে পারেন প্রতি নিয়োত এবং উত্তর দেওয়ার পর আপনার যে Affiliate প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করছেন সেই Affiliate প্রোডাক্ট এর লিংকটি সেই উত্তরে সাজেস্ট করে দিবেন । তাহলে আপনার সেই লিংকে কি পরিমান ভিজিটর যাবে বুঝতে পারছেন ,এবং বেশি বেশি পরিমানে সেল পাবেন । তাহলে আসুন এইবার আমরা জানি ,এই Ask Questions সাইট গুলো কি কি ? আমি আপনাদের বিশ্বের অন্যতম একটা Ask Questions সাইটের নাম বলবো যেখানে আপনি চোখ বুঝে কাজ করতে পারেন । Quora.com এখানে আপনি আপনার প্রোডাক্ট রিলেটেড Questions খুজে Answers দিবেন এবং আপনার ওয়েবসাইটের লিংকটি ও দিয়ে দিবেন । এতে করে আপনার লাভ হলো আপনার কন্টেন্ট রিলেটেড ভিজিটর আপনার ওয়েবসাইটে যাবে এবং সেলও বেশি পরিমানে পাওয়া যাবে । আপনি যদি এই Ask Questions সাইট এর মতো সাইটে কাজ করতে চান ,তাহলে গুগলে সার্চ দিলে এমন শতো শতো সাইট পেয়ে যাবেন ।
Affiliate করে বেশি বেশি সেল পাওয়ার জন্য
এস.ই.ও. করা খুব গুরুত্বপূর্ন এইবার বলবো এই এস.ই.ও.কি ভাবে করতে হয় ।
এস.ই.ও করার জন্য আপনাকে সর্বপ্রথম একটি তথ্যবহুল ওয়েবসাইট তৈরি করতে হবে , এবং সেই ওয়েবসাইটে খুব সুন্দরভাবে সাজিয়ে প্রোডাক্টের রিভিউ লিখতে হবে । আর অবশ্যই খুব সুন্দর কোয়ালিটি নুন্যতম একটি ছবি রাখতে হবে, যাতে করে আপনার ক্রেতা ছবিটি দেখে প্রোডাক্টি ক্রয় করতে আগ্রহি হয় । আপনার পন্য রিলেটেড
Keyword খুজে বের করা এতে করে আপনার কাস্টমার যে
Keyword টি লিখে গুগল সার্চ করবে এবং সাথে সাথে যদি আপনার ওয়েবসাইট আগে থাকে তাহলে বুঝতে পারছেন আপনার টার্গেট কাস্টমার কি পরিমানে পাবেন । তাই এস.ই.ও করার জন্য আপনি এই বিষয় গুলো খেয়াল রাখবেন ,এস.ই.ও এর ফুল মিনিং হলো
( সার্চ ইন্জিন অপটিমাইজেশন ) আর আপনি যদি এই এস.ই.ও ভালো ভাবে করতে পারেন তাহলে বুঝতে পারছেন কি পরিমান টার্গেট কাস্টমার পাবেন ।
- আপডেট মার্কেটিং পদ্ধতি অনুস্বরন করা
Affiliate Marketing বা affiliate marketing in bangla করতে হলে আপনাকে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে , যে সকল মার্কেটিং করলে মানুষ বেশি বেশি কনভার্ট হতে পারে সেই প্রোডাক্ট সম্পর্কে ,তাই সেই সকল মার্কেটিং পদ্ধতি অনুস্বরন করে কাজ করতে হবে । আপনি যদি এই আপডেট মার্কেটিং ফর্মূলা ব্যবহার করে অনলাইনে মার্কেটিং করেন তাহলে অনেক অনেক বেশি সেল পাবেন । আমরা সবাই তো জানি মার্কেটিং করার মূল উদ্দেশ্য হলো কোনো একটি প্রোডাক্টকে সেল করা, তাই আপনাকে এটা জানতে হবে যে কোথায় কোথায় আপনার টার্গেট প্রোডাক্ট নিয়ে কাজ করলে বেশি সেল পাবেন । এর ভিতর আমি কয়েকটি মার্কেটিং করার প্লার্টফর্ম সম্পর্কে আলোচনা করেছি যেখানে আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারেন । তাই আপনাকে অনেক রিচার্চ ফূল হতে হবে , তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন প্রোডাক্ট নিয়ে কোথায় মার্কেটিং করলে বেশি সেল পাবেন ।

জনপ্রিয় কিছু এফিলিয়েট প্রোগ্রাম
অনলাইনে এমন ছোট বড় অনেক কোম্পানি আছে ,যারা তাদের স্টোরে বা ওয়েবসাইটে এই Affiliate Program চালু করে রাখে , এর কারন মার্কেটারদের দ্বারা তারা বেশি সেল করানো এবং এর বিনিময়ে তাদেরকে কিছু কমিশন দিয়ে থাকে । কিন্তু এর ভিতর এমন কিছু জনপ্রিয় এফিলিয়েট প্রোগ্রাম আছে যারা বেশি বেশি কমিশন দিয়ে থাকে , আজ আমি কয়েকটি এফিলিয়েট প্রোগ্রাম নিয়ে আলোচনা করবো ।
এটা একটি বাংলাদেশি ইকমার্স ওয়েবসাইট ,এখানে আপনি ফ্রিতে জয়েন হতে পারবেন । এখানে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাবেন যা নিয়ে আপনি মার্কেটিং করে কমিশন ইনকাম করতে পারেন , যতো বেশি দামি প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করে সেল করাতে পারবেন ততো বেশি কমিশন পাবেন ।
বাংলাদেশের ভিতর এটি খুব জনপ্রিয় একটি অনলাইন শপিং সাইট ,এখানে নিত্য প্রোয়জনিয় যে সকল পন্য আমরা ব্যাবহার করে থাকি সেই সকল পন্য এখানে পাওয়া যায় বলে এখানে ক্রেতার সংখ্যাও বেশি । তাই অনলাইনের মাধ্যমে বাংলাদেশের ভিতর মার্কেটিং করে ভালো একটা অর্থ উপার্জন করতে পারবেন এই Daraz Affiliate Program থেকে ।
পৃথিবীব্যাপী অনলাইন শপিং এর ভিতর Amazon খুব বেশি জনপ্রিয় এবং এখানে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় বলে সারাবিশ্বের মানুষ এখান থেকে শপিং করে থাকে । এখানে পন্যের উপর তারা ভালো একটা কমিশন দিয়ে থাকে তাই এখানে বেশিরভাগ Affiliate মার্কেটারেরা কাজ করে থাকে । আপনি যদি ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে এই Amazon কাজ করতে পারেন, তাহলে এটা একটা ভালো পরিমানে ইনকাম হতে যাচ্ছে আপনার জন্য ।
World এর ভিতর এই Alibaba তে অনেক দেশের মানুষ এখান থেকে শপিং করে থাকে , তবে এটি বেশি জনপ্রিয় চায়নাতে । আপনি চাইলে এদের Affiliate Program জয়েন হতে পারেন , এরা ভালো কমিশন দিয়ে থাকে ।
Hostgator একটি ডিজিটাল প্রোডাক্ট বেজ মার্কেটপ্লেস,এখানে ডোমেইন হোস্টিং বিক্রি করে থাকে । এবং এটি নামকরন একটি ডিজিটাল প্রোডাক্ট কোম্পানি ,আপনি যদি এই ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন তাহলে অনেক ভালো কমিশন পাবেন । এর আগেও আমি আলোচনা করেছি যে ডিজিটাল প্রোডাক্ট এ সব থেকে বেশি কমিশন পাওয়া যায় ,তাই আমি বলবো ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাইলে এই প্লাটফর্মে শুরু করে দিতে পারেন ।
ইন্ডিয়ার অন্যতম জনপ্রিয় একটি অনলাইন শপিং এই Flipkart, এখানে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে শুধু মাত্র ইন্ডিয়াতে মার্কেটিং করে কমিশন ইনকাম করতে পারেন । এই প্লাটফর্মে Affiliate Program জয়েন হতে কোনো প্রকার চার্জ দিতে হয় না , তাই আপনি চাইলে এখানে মার্কেটিং শুরু করে দিতে পারেন কারন অনেক ভালো কমিশন পাওয়া যায় ।
এর বাহিরেও অনেক লোকাল কোম্পানি আছে যাদের প্রোডাক্ট বিক্রি করে দিলে অনেক ভালো কমিশন দিয়ে থাকে । আপনি যে দেশের হউন না কেনো সব দেশেই এই কোম্পানি গুলো আছে ,তাই আপনি গুগলে গিয়ে একটু সার্চ দিলেই এমন হাজার কোম্পানি পেয়ে যাবেন যারা তাদের Affiliate Program চালু রেখেছে । তাই আপনি যে কোনো একটি কোম্পানি Affiliate Program জয়েন হয়ে কাজ শুরু করে দেন কারন হাজার Affiliate Program জয়েন হওয়া কোনো ব্যপার না ,ব্যাাপার হলো সেই প্রোডাক্টে মার্কেটিং করে সেল করা ।
সর্বশেষে আমাদের পরামর্শ
affiliate marketing in bangla আপনি যদি এই Affiliate Marketing শুরু করতে চান ,তাহলে আপনার জন্য রইলো শুভ কামনা । আর অবশ্যই Affiliate Marketing বিষয়ে আগে প্রস্তুতি নিয়ে তারপর কাজ শুরু করবেন । কারন আপনি যদি আগে না জেনে বুঝে মার্কেটিং শুরু করে দেন তাহলে বার বার ব্যর্থ হতে হবে আপনাকে , তাই আপনি যদি কোনো বিষয়ে না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আমাদের টিম অবশ্যই আপনাকে হেল্প করবে । আমরা চাই আপনি অনলাইনে ইনকাম করতে সফল হউন , এবং তার জন্য আমরা আপনাদের পাশে আছি । এবং আমরা সবসময় বলি আগে কাজ সম্পর্কে ভালো করে জানুন তারপর মাঠে নামুন , তাহলে আপনিও একদিন সফল্যের চুড়ায় পৌছাতে পারবেন ।
বন্ধুরা যদি আমাদের এই আর্টিকেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে ,আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো ।
ধন্যবাদ সাথে থাকার জন্য ।
একটি মন্তব্য পোস্ট করুন