-->

Affiliate Marketing In Bangladesh । Start Make Money

 

Affiliate Marketing In Bangladesh


আপনি কি Affiliate Marketing In Bangladesh Program গুলোতে জয়েন হয়ে আর্নিং করতে চাচ্ছেন ,তাহলে এই আর্টিকেলটি আপনাকে অনেক হেল্প করবে । আপনি এই আর্টিকেল থেকে অনেক তথ্য পেয়ে যাবেন ,কোন কোন Affiliate Program কেমন কমিশন দিচ্ছে  এবং আপনার ইনকাম করা কমিশন গুলো কোন ব্যাংকিং এর মাধ্যমে নিতে পারবেন এই সকল বিষয়ে । বাংলাদেশী শির্ষে এমন দশটি  Affiliate Marketing In Bangladesh Program নিয়ে আলোচনা করবো ।  আপনি আরো জানতে পারবেন কি ভাবে এই  Affiliate Program গুলোর প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করে আর্নিং করবেন । তাই অনুরোধ  আর্টিকেলটি  সম্পূর্ন পড়বেন এবং একটি মতামত জানাতে পারেন ,তাহলে চলুন আমরা পুরো বিষয়টি জেনে নি । 

অ্যাফিলিয়েট মার্কেটিং কি? (what is affiliate marketing?)

(Affiliate Marketing In Bangladesh ) Affiliate Marketing হলো কোনো কোম্পানি বা ওয়েবসাইটের প্রোডাক্ট যেমন (ফিজিক্যাল প্রোডাক্ট অথবা ডিজিটাল প্রোডাক্ট ) এই গুলোকে আপনার  Tracking Affiliate Link এর মাধ্যমে  Sell দিতে পারলে যে  Affiliate Commission পেয়ে যাবেন তাকেই  Affiliate Marketing বলে । একটু সহজ ভাবে বলতে গেলে Affiliate Marketing হলো ,কোনো একটি কোম্পানির আমরা ধরে নিলাম Daraz এর  একটি প্রোডাক্ট  যে কোনো মাধ্যমে মার্কেটিং করে Sell দিতে পারলে যে কমিশনটি পাবেন তাকেই Affiliate Marketing In Bangladesh বলে । এবং আপনি সঠিক উপায়ে মার্কেটিং করলে ১০০% Sell পাবেন ,আর Sell পেলে Commission পেয়ে যাবেন ।

অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় ?

(Affiliate Marketing In Bangladesh ) Affiliate Marketing করে আয় করাকে মুক্ত পেশা বলা হয়ে থাকে  এবং এই কাজ করে আয় করার কোনো নির্দিষ্ট পরিমান নেই ,তাহলে বুঝতেই পারছেন কেমন আয় করা যায় । অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি যতো ইচ্ছা ততো আয় করতে পারেন । World এর এমন  বিভিন্ন মার্কেটার আছে যারা টার্গেট নিয়ে ইনকাম করে থাকে যা প্রায় ৩-৪ লাখ এরও বেশি হয়ে থাকে । 

এবং আপনি কতো আয় করতে পারবেন এই পুরো বিষয়টি আপনার উপর ডিপেন্ড করছে , আপনার মার্কেটিং এর দক্ষতা এবং কাজের গতির উপর সম্পূর্ণভাবে নির্ভর করছে । তাই আপনার যদি মার্কেটিং এর দক্ষতাকে আগে Develop করতে পারেন ,তাহলে খুব তারাতারি উপার্জন করতে পারবেন এবং আপনিও তখন টার্গেট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করতে পারবেন । তাই আমি বলবো কাজকে ভালোবাসুন ,টাকা আপনাকে ভালোবাসবে । 

Top 10 affiliate marketplace in Bangladesh


daraz Affiliate Program

Daraz.com

আপনি যদি অনলাইনে বাংলাদেশী কোনো সাইট থেকে অর্থ উপার্জন করতে চান তাহলে daraz Affiliate Program কাজ করতে পারেন । Daraz Affiliate Program বাংলাদেশের মধ্যে সেরা Affiliate Program তাই এখানে আপনি Affiliate Marketing শুরু করতে পারেন ।  Daraz Affiliate করতে হলে আগে তাদের Program জয়েন হতে হবে ,তারপর এখান থেকে Affiliate লিংক নিয়ে মার্কেটিং করে আয় করতে পারবেন । এবং Daraz খুব ভালো পরিমানে একটা Commission দিয়ে থাকে । 

daraz আপনি ১২% পর্যন্ত Affiliate Commission পাবেন যা আপনার অনলাইনে অনেক ভালো পরিমানে একটা ইনকাম হতে পারে বাংলাদেশে থেকে এবং Payment নেওয়ার জন্য আপনাকে বাংলাদেশের যে কোনো Bank Account এড করতে হবে । 

BDshop Affiliate Program

BDshop.com

আপনার যদি একটি  Website অথবা YouTub Channel থেকে থাকে তাহলে এই BDshop এর Affiliate Program জয়েন হতে হবে এবং তারপর আপনি Affiliate লিংক নিয়ে মার্কেটিং করতে  পারবেন । বাংলাদেশে অনেক YouTub Channel এবং  Website BDshop Affiliate Marketing করছে । তাই আপনি চাইলে BDshop Affiliate Program জয়েন হতে পারেন ,এবং এখানে জয়েন হতে কোনো প্রকার ঝামেলা পোহাতে হয় না ,সাথে সাথে  Affiliate Program এর  Access পেয়ে যাবেন ।

BDshop খুব ভালো পরিমান একটা Commission দিয়ে থাকে যা প্রায়  3% to 7% এবং এখানে যতো বেশি Sell দিতে পারবেন ততো বেশি Commission Rate পাবেন । এখানে Commission Rate নির্ধারিত হয়  (Starter, Silver, Gold, Diamond & Platinum) এর উপর । Payment নেওয়ার জন্য আপনাকে বাংলাদেশের যে কোনো  Mobile Bank Account এর মাধ্যমে নিতে পারবেন ।

bohubrihi Affiliate Program

bohubrihi.com

বাংলাদেশের মধ্যে Best Digital Products Affiliate Program হলো এই Bohubrihi । এখানে বিভিন্ন ধরনের অনলাইন কোর্স রয়েছে যে গুলো আপনার Affiliate লিংক এর মাধ্যমে বিক্রি করতে পারলে খুব ভালো পরিমানে একটা Commission দিয়ে থাকে । এবং আপনি চাইলে বিভিন্ন  Social media তে  শেয়ার করে আয় করতে পারেন যেমন Facebook groups, Youtube Channel, Pinterest, Instagram, or Twitter followers, or email newsletters। 

সব থেকে ভালো একটি বিষয় হলো আপনার লিংক এর মাধ্যমে কেউ একজন এই সাইটে আসলো কিন্তু কিছু কিনলো না ,সে যদি তারপর ৩০ দিন এর ভিতর এসে কিছু কিনে তাহলে আপনি Commission পেয়ে যাবেন । এর কারন আপনার Affiliate লিংক এর 30-Day Cookie তাদের কাছে থেকে যাবে । 

Bohubrihi আপনি যে কোনো প্রোডাক্ট সেল দিতে পারলে ২০% Commission পাবেন  এবং বাংলাদেশের যে কোনো  Mobile Bank Account এর মাধ্যমে টাকা তুলতে পারবেন ।

boikhata.com.bd

আপনি যদি বই পড়তে ভালোবাসেন তাহলে এই বই এর রিভিউ করে আয় করতে পারেন । তাই এই  Boikhata Affiliate Program জয়েন হয়ে এখান থেকে লিংক নিয়ে ফেসবুক প্রোফাইল, পেজ, ব্লগ কিংবা ইউটিউবের মাধ্যমে শেয়ার করে, সেই লিঙ্ক থেকে কেউ Boikhata.com.bd থেকে কোন বই কিনলেই আপনি পেয়ে যাবেন আপনার কমিশন। Boikhata Affiliate Program একদম ফ্রিতে জয়েন হতে পারবেন এবং খুব ভালো পরিমানে তারা কমিশন দিয়ে থাকে । 

Boikhata Affiliate Program ১০% Commission দিয়ে থাকে । এবং Bkash Payment এর মাধ্যমে আপনার ইনকাম করা টাকা তুলতে পারবেন । 

jakkash Affiliate Program

jakkash.com

বাংলাদেশে ভালো একটি ইকমার্স  সাইটের ভিতর jakkash.com অন্যতম ,আপনি চাইলে এদের Affiliate Program জয়েন হতে পারেন । একদম বিনামূল্যে এখানে একাউন্ট তৈরি করতে পারেন ,এবং যতো ইচ্ছা ততো ইনকাম করতে পারেন । এখানেও 30 Days Cookie duratio থাকবে আপনার Affiliate লিংকে ,এবং খুব ভালো পরিমানে Affiliate Commission দিয়ে থাকে এই jakkash Affiliate Program ।

এখানে আপনি Earn upto 9% Affiliate Commission পাবেন এবং Bkash Payment এর মাধ্যমে আপনার ইনকাম করা টাকা তুলতে পারবেন । 

banglashoppers.com

Banglashoppers একটি ইকমার্স প্রতিষ্ঠান যেখানে তারা এই Affiliate Program চালু রেখেছে ,আপনি এখানে ফ্রিতে জয়েন হতে পারবেন । এটা একটা ফিজিক্যাল প্রোডাক্ট বেজ ইকমার্স প্রতিষ্ঠান ,আপনি বিভিন্ন উপায়ে এখান এর প্রোডাক্ট গুলো মার্কেটিং করে ইনকাম করতে পারেন । এবং Earn Attractive Commission with a Program তাহলে বুঝতে পারছেন কতো ভালো একটি প্রতিষ্ঠান। 

এখান থেকে আপনি Attractive একটি Commission ইনকাম করতে পারবেন । এবং বাংলাদেশের যে কোনো Bank Account থেকে টাকা উত্তলন করতে পারবেন ।

xiaomibangladesh Affiliate Program

xiaomibangladesh.com

xiaomibangladesh একটি জনপ্রিয় Electronics প্রোডাক্ট  সাইট যেখানে তারা এই  Affiliate Program চালু রেখেছে । আপনি একদম বিনামূল্যে এদের Program জয়েন হতে পারেন ,এবং আনলিমিটেড ইনকাম করতে পারেন । xiaomibangladesh একটি স্ট্যান্ডার্ড কমিশন দিয়ে থাকে যা অনেক বেশি এর কারন এখানে প্রোডাক্ট গুলোর দাম অনেক বেশি । 

xiaomibangladesh এর Commission rate 5% যা অনেক বেশি এবং  Payment নেওয়ার জন্য বাংলাদেশের যে কোনো Bank Account থেকে নিতে পারবেন ।

remaxbangladesh.com

Remaxbangladesh একটি ইকমার্স প্রতিষ্ঠান যেখানে বিভিন্ন ধরনের ফিজিক্যাল প্রোডাক্ট পাওয়া যায় । এখানে Affiliate Program জয়েন হতে টাকার প্রোয়জন নেই ,একদম বিনামূল্যে একাউন্ট খুলতে পারবেন । শুধু আপনার লিংকের মাধ্যমে কাউকে দিয়ে কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারলে খুব ভালো একটা কমিশন পেয়ে যাবেন ,তারা খুব ভালো কমিশন দিয়ে থাকে । 
Commission rate 5% এবং  Payment নেওয়ার জন্য বাংলাদেশের যে কোনো Bank Account থেকে নিতে পারবেন ।

electronics Affiliate Program

electronics.com.bd

Electronics.com.bd Affiliate Program একটি  Electronics প্রোডাক্ট কোম্পানি ,যেখানে নানা ধরনের Electronics প্রোডাক্ট পাওয়া যায় । আপনি যদি এই সকল affiliate program গুলোতে কাজ করতে পারেন তাহলে বেশি বেশি উপার্জন করতে পারবেন । তাদের  একটা  Standard commission rate আছে ,যা খুব ভালো পরিমানে । তাই আপনাকে আগে  electronics.com.bd Affiliate Program জয়েন হতে হবে এবং একদম বিনামূল্যে জয়েন হতে পারবেন । 

Commission rate 5% এবং  এবং  Payment নেওয়ার জন্য বাংলাদেশের যে কোনো Bank Account থেকে নিতে পারবেন ।

nagadhat.com.bd

Nagadhat বাংলাদেশের অন্যতম একটি ইকমার্স সাইট ,যেখানে আপনি জয়েন হয়ে লাইফ টাইম ইনকাম করতে পারেন । জয়েন হতে কোনো প্রকার চার্জ এর প্রোয়জন হয় না ,যে কেউ চাউলে জয়েন হতে পারে । 
nagadhat থেকে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারেন ,nagadhat ভালো পরিমান Commission দিয়ে থাকে । তাই আপনাকে মার্কেটিং করে বেশি বেশি সেল দিতে হবে ,তাহলে nagadhat এর Program খুব ভালো কিছু করতে পারবেন । 

এবং  Payment নেওয়ার জন্য বাংলাদেশের যে কোনো Bank Account থেকে নিতে পারবেন ।

এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবো?


বন্ধুরা Affiliate Marketing শুরু  করতে হলে আপনাকে তিনটি বিষয়ে খুব ভালো জ্ঞান থাকতে হবে ,তাহলে আপনি খুব তারাতারি সফল হতে পারবেন Affiliate Marketing করে । 
এই গুলো হলো :

প্রোডাক্ট সিলেক্ট করা ।
  সঠিক প্ল্যাটফর্ম  বেছে নেওয়া ।
কন্টেন্ট তৈরি করা ।

১ প্রোডাক্ট সিলেক্ট করা ।

(Affiliate Marketing In Bangladesh ) Affiliate Marketing শুরু  করতে হলে আপনাকে প্রথমে সঠিক প্রোডাক্ট সিলেক্ট করতে হবে ,কারন সঠিক প্রোডাক্ট সিলেক্ট করতে না পারলে Sell পাওয়ার সম্ভবনা খুবই কম থাকে। এই  প্রোডাক্ট সাধারনত দুই ধরনের হয়ে থাকে , ফিজিক্যাল প্রোডাক্ট এবং ডিজিটাল প্রোডাক্ট । 
ফিজিক্যাল প্রোডাক্ট হলো এমন সকল প্রোডাক্ট যা আমরা ধরে ছুয়ে দেখতে পারি আর ডিজিটাল প্রোডাক্ট হলো অদৃশ্য যার সাথে কোনো শারীরিক অস্তিত্ত্ব নেই  এই সকল প্রোডাক্টে ডিজিটাল প্রোডাক্ট বলে । এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করলে খুব তারাতারি এবং বেশি আয় করা যায় । ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করলে খুব বেশি আয় করা যায় এবং এর আরো একটি সুবিধা হলো আপনার প্রোডাক্ট Order এর সাথে সাথে Commission টি আপনার একাউন্টে চলে আসবে । অন্য দিকে ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করলে ভালো আয় করা যায় তবে আপনার প্রোডাক্ট Order এর সাথে সাথে কোনো Commission পাবেন না ,Order টি ডেলিভারি না হওয়া প্রর্যন্ত আপনার Commission পেইন্ডিং থাকবে । 

তাই আমি বলবো আপনার কাছে যে ধরনের প্রোডাক্ট ভালো মনে হবে সেই প্রোডাক্ট নিয়ে কাজ করুন ,তাহলে বেশি বেশি  Sell পাওয়ার চান্স থাকবে । 

২  সঠিক প্ল্যাটফর্ম  বেছে নেওয়া ।

প্ল্যাটফর্ম  হলো আপনার প্রোডাক্টি নিয়ে যেখানে মার্কেটিং করবেন সেই যায়গাটিকে বুঝানো হয়েছে । এটা হতে পারে Seo Marketing, Social media Marketing, Video Marketing Email Marketing তাই অবশ্যই আপনি যে প্ল্যাটফর্মে  ভালো মার্কেটিং করতে পারবেন সেই প্ল্যাটফর্মকে বেছে নিবেন । 

৩ কন্টেন্ট তৈরি করা ।

কন্টেন্ট হলো প্রোডাক্ট এর প্রান ,তাই কন্টেন্টটি খুব ভালো ভাবে তৈরি করতে হবে অর্থাৎ আপনি যে প্রোডাক্টটি নিয়ে মার্কেটিং করবেন সেই প্রোডাক্ট এর একটি সুন্দর রিভিউ করতে হবে । এবং এই রিভিউটি আপনি দুইটি উপায়ে করতে পারেন , আপনি  Text Content এবং Video Content এই দুইটি মাধ্যমে প্রোডাক্ট নিয়ে রিভিউ করতে পারেন । এই রিভিউটি আপনি এমন ভাবে করবেন যাতে সেই প্রোডাক্টটি কিনতে মানুষ আগ্রহি হয় ,তাহলে আপনি অনেক বেশি Sell পাবেন । 

এফিলিয়েট মার্কেটিং এর সুবিধা অসুবিধা?

(Affiliate Marketing In Bangladesh ) Affiliate Marketing করতে গেলে অনেক সময় ভালো এবং খারাপ কিছুর সম্মুখীন হতে হয় ,তাই আপনাদেরকে এই সকল বিষয়ে সঠিক টেকনিক অবলম্বন করে মার্কেটে থাকতে হবে । তাই নিচে এমন কয়েকটি ভালো এবং খারাপ দিক তুলে ধরেছি ।  

সুবিধা:

এফিলিয়েট মার্কেটিং করতে নিজস্ব কোনো প্রোডাক্ট এর দরকার হয় না ।
এফিলিয়েট মার্কেটিং করে ফুলটাইম ক্যারিয়ার গড়া যায়।
আনলিমিটেড ইনকাম করা সম্ভব।
ঘুমিয়ে থাকলেও ইনকাম করা সম্ভব।
নিজেই নিজের বস হিসাবে কাজ করা যায়।

অসুবিধা:

ধৈর্য্য ধরতে হয় বেশ কিছু  দিন  Sell পাওয়ার জন্য।
ফিজিক্যাল প্রোডাক্ট অনেক সময় Order Cancel হয়ে যায় ।

ধন্যবাদ সাথে থাকার জন্য ।