-->

How To Earn Money Online In Bangladesh Without Investment

 

how to earn money online in bangladesh without investment


বন্ধুরা আপনি চাইলে বিভিন্ন উপায়ে Bangladesh থেকে আয় করতে পারেন without investment,তাই আজ এই আর্টিকেল থেকে জানতে পারবেন সেরা ১২টি  online earning ways in Bangladesh without investment । আপনারা যারা অনলাইনে নতুন কাজ করতে চাচ্ছেন এই আর্টিকেল থেকে অনেক কিছু জানতে পারবেন এবং এমন ১২টি কাজ সম্পর্কে জানাবো যেখানে কোনো প্রকার  investment ছারা আয় করতে পারবেন । আপনি যদি এই সকল বিষয় জানতে আগ্রহি হন ,তাহলে আমি বলবো আপনি একদম সঠিক জায়গাতে এসেছেন । খুব সহজে এই ইনকামটি কি ভাবে করতে পারেন ১২টি উপায়ে এই সকল বিষয় জানতে হলে সম্পূর্ন আর্টিকেলটি পড়ুন । 

12 Ways to earn money online in Bangladesh

Start Blogging make a website to earn money online BD

বাংলাদেশে খুব জনপ্রিয় একটি ইনকাম  way হলো এই  Blogging । আপনি একটি ওয়েবসাইট তৈরি করে এই Blogging বিজনেসটি খুব সহজে শুরু করে দিতে পারেন । এখন কথা হলো এই Blog বা ওয়েবসাইট থেকে কি ভাবে ইনকাম হয় এর উত্তর হলো বিভিন্ন উপায়ে,তবে Blogging এর জন্য জনপ্রিয় ইনকাম সিস্টেম হলো এডসেন্স । আপনি চাইলে গুগল এডসেন্স থেকে উপার্জন করতে পারেন ,কারন গুগল এডসেন্স থেকে খুব ভালো ইনকাম করা যায় । 

আপনি যদি এই   Blogging বিজনেসটি শুরু করতে চান তাহলে আপনাকে আগে একটি  Blog বা ওয়েবসাইট তৈরি করতে হবে । এবং এই ওয়েবসাইট আপনি একটি বিষয়ে নিয়ে লেখালেখি করলেই হবে ,তাই অবশ্যই প্রতিনিয়ত আপনি ওয়েবসাইট আর্টিকেল দেওয়ার চেষ্টা করবেন । এরপর আপনি গুগল এডসেন্স এর সাথে জয়েন হয়ে আপনার ওয়েবসাইটে বিভিন্ন জায়গাতে এড প্লেসমেন্ট করে ইনকাম করতে পারবেন । এখন আপনাকে বলে দিচ্ছি কোন টাইপের  Blog বা ওয়েবসাইট তৈরি করবেন , যেমন: News Site,Food Site,Helth Site,আপনি যে বিষয়ে ভালো লেখালেখি করতে পারবেন সেই সকল বিষয়ের উপর লেখালেখি করতে পারেন । এর কারন আপনি যতো বেশি কিছু শেয়ার করতে পারবেন আপনার দর্শক ততো বেশি আপনাকে ফলো করবে এবং সব থেকে বড়ো কথা আপনার ইনকামটাও ততো বেশি হবে । 

আশা করি এই Blogging এর বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি , তাই আমি বলবো আপনি চাইলে এই Blogging বিজনেস শুরু করে দিতে পারেন কারন এমন Blogger আছে যারা মাসে  $1000+ ইনকাম করছে । আপনি চাইলে যে কোনো ভাষাতে লেখালেখি করতে পারেন । 

Youtube is a great way to earn money online in Bangladesh without investment

ইউটিউব একটি পপুলার প্লার্টফর্ম যেখানে আমরা সবাই প্রতিনিয়ত একটিভ থাকি ,এই প্লার্টফর্ম ব্যবহার করে অনেকে বিজনেস করছে চাইলে আপনিও শুরু করে দিতে পারেন  তাহলে বুঝতে পারছেন বাংলাদেশের জন্য ইউটিউব কি Opportunities দিয়েছে । তাই চাইলে আপনি ভিডিও বানিয়ে ইনকাম শুরু করে দিতে পারনে , ইউটিউব আপনাকে ৬৮%  ADS Revenue দিবে  শুধুমাত্র  Google Adsense এর  Partner হবার পর । এবং আপনি যতো বেশি ভিউ জেনারেট করতে পারবেন ততো বেশি ইনকাম করতে পারবেন । 

ইউটিউবে আসার আগে আপনার যা যা জানা দরকার , Youtube এর রুলস এবং কি ভাবে আপনার ভিডিও গুলোকে মনিটাইজ করবেন আর অবশ্যই ইউনিক কন্টেন্ট হতে হবে । এই সকল বিষয় আগে জেনে রাখা ভালো তাহলে পরবর্তিতে Youtube থেকে ইনকাম করা সহজ হবে । 

তাই আমি রিকমেন্ড করবো এটি একটি Best Student Earning Source এখানে কাজ করলে আপনি ভালো একটি আর্নিং করতে পারবেন । এবং এই ইউটিউবে কাজ করে আর্নিং করা সহজ তবে তার জন্য কোনো একটি বিষয়ে আপনাকে  Expert থাকতে হবে তাহলে খুব ভালো কিছু করতে পারবেন । 

Affiliate marketing is the best way to earn money online in Bangladesh without investment

এফিলিয়েট মার্কেটিং হলো কোনো কোম্পানির প্রোডাক্ট সেল দিয়ে কমিশন ইনকাম করা । এটি  World এর খুব জনপ্রিয় একটি বিজনেস যেখানে অপনিও একটি টিম নিয়ে আগতে পারলে খুব ভালো একটি ইনকাম জেনারেট করতে পারবেন এবং চাইলে আপনি একাও করতে পারেন । Amazon Affiliate এটা একটা  High Commission Rate কোম্পনি যেখানে তারা  3%-10% Commission Rate দিয়ে থাকে । 
এবং এটা বিভিন্ন প্রোডাক্ট এর উপর ডিপেন্ড করে Commission দিয়ে থাকে যেমন: ফিজিক্যাল প্রোডাক্ট এবং ডিজিটাল প্রোডাক্ট এর ভিতর ডিজিটাল প্রোডাক্ট গুলোতে বেশি Commission Rate পাওয়া যায় । 

 আপনি চাইলে বাংলাদেশে কোনো একটি  Affiliate Partner কাজ করতে পারেন মেমন: BDshop Affiliate Partner এটা বাংলাদেশের খুব ভালো একটি  অনলাইন ইকমার্স প্রতিষ্ঠান । যেখানে   3% to 7% Commission Rate দিয়ে থাকে ,এখানে গ্রুপ ভেদে কমিশন দেয় (Starter, Silver, Gold, Diamond & Platinum) আপনি চাইলে এই  BDshop এর যে কোনো প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করে ইনকাম করতে পারেন । 

এই affiliate marketing এর কাজ হলো ,কোনো একটি Affiliate Partner জয়েন হয়ে প্রোডাক্টের লিংক নিয়ে যেখানে খুশি মার্কেটিং করে সেই লিংকের মাধ্যমে সেল দিতে পারলে Commission পেয়ে জাবেন। বাংলাদেশে খুব ভালো একটি ইনকাম সোর্স এই affiliate marketing । 

Facebook is a popular way to earn money online in Bangladesh without investment

ফেসবুক বাংলাদেশের জন্য খুব ভালো ইনকাম এর Way দিয়েছে ,বিশেষ করে Student দের খুব ভালো সুযোগ রয়েছে । আপনি কি ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছেন ? তাহলে আপনি এখানে বিভিন্ন উপায়ে আয় করতে পারেন । এবং আপনি যদি ফুল টাইম কাজ করতে চান ,তাহলে ফেসবুক খুব ভালো একটি ইনকাম প্লার্টফর্ম । আপনি যে যে উপায়ে এই  ফেসবুক থেকে ইনকাম করতে পারেন তার ভিতর অন্যতম হলো: 
  • Facebook instant articles
  • Facebook ad breaks on videos
  • Selling products on facebook
এই তিনটি মাধ্যমে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারেন । এর ভিতর আপনি ফেসবুক পেজ নিয়ে কাজ করতে পারেন এবং ads breaks on videos দিয়ে ভালো একটি এমাউন্ট ইনকাম করতে পারবেন । কারন এটি হলো ফেসবুক থেকে সহজ মাধ্যম ইনকাম করার ,এবং যা প্রায় মাসে $1000+ বেশি ইনকাম করা যেতে পারে ।

Content Writing is the best way to earn money online in Bangladesh without investment

খুব জনপ্রিয় একটি কাজ হলো এই Content Writing বাংলাদেশে থেকে আপনি এই Content Writing করে খুব ভালো একটি ইনকাম করতে পারেন । যেমন অনেক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস আছে যেখানে আপনি কাজ করে ইনকাম করতে পারেন । আপনি যদি লিখতে পছন্দ করেন তাহলে এই কাজটি আপনার জন্য কারন শুধু লিখে লিখে মাসে $1000+ আয় করতে পারবেন আপনি চাইলে যে কোনো বিষয় নিয়ে লিখতে পারেন । 

এই Content Writing এর কিছু উদাহরন হলো  Website Content, product description ,eBook writing আরো বিভিন্ন ধরনের Writing করতে পারেন । এই সকল কাজ বেশিরভাগ আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে পেয়ে যাবেন ,যেমন (ফাইভার ডট কম ) এখানে এই কাজের চাহিদা অনেক বেশি । তাই আমি বলবো Content Writing is a best way to earn money online in bangladesh without investment ।

Sell Your Photos is a popular way to earn money online in Bangladesh without investment

বন্ধুরা আপনারা যারা ফটোগ্রাফার বা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য শু-খবর, কারন আপনার তোলা ছবি গুলো অনলাইনে বিক্রি করে একটি প্যাসিভ ইনকাম করতে পারেন । এই ছবি গুলো বিক্রি করার জন্য আপনাকে কিছু ওয়েবসাইটকে ফলো করতে হবে কারন সেই সকল ওয়েবসাইটে আপনার ছবি গুলো বিক্রি করার জন্য লিস্ট করতে হবে । 

এখন কথা হলো আপনার ছবি গুলো  কিনবে ? অবশ্যই কিনবে কারন এই সকল ছবি গুলো দিয়ে অনেক বিজনেস এর ক্ষেত্রে ব্যবহার করে থাকে ,তাই তারা আপনার ছবিটি লাইসেন্স করে কিনে নিবে । দুনিয়ার সকল কিছু কপিরাইট থেকে মূলত মুক্ত করার জন্য এই লাইসেন্স করে ব্যবহার করে থাকে কোম্পানি গুলো ,তাই তারা আপনার থেকে সেই ছবি গুলো লাইসেন্স করে নিবে । এবং আপনি এমন হাজার কোম্পানির কাছে ছবি গুলো বিক্রি করতে চাইলে নিচে দেওয়া ওয়েবসাইট গুলোতে ভিজিট করতে পারেন ।
  • Shutterstock.com
  • istockphoto.com

Graphics design is a great way to earn money online in Bangladesh without investment

গ্রাফিক্স ডিজাইন বিশ্বের ভিতর খুব জনপ্রিয় একটি পেশা, এবং বাংলাদেশের ভিতর খুব ভালো একটি ইনকাম এর সুযোগ । তাই শুধু ফটোশফ এর কাজ জানলে আপনিও অনেক ভালো একটি ইনকাম এখান থেকে করতে পারবেন । এই গ্রাফিক্স ডিজাইন এর কাজে খুব ডিমান্ড রয়েছে , একজন প্রোফেশনাল Graphics Designr এর মাসে $1000+ ইনকাম আছে । এবং এখানে যে সকল কাজ গুলো বিক্রি করে ইনকাম করতে পারেন  তা হলো Logo Design ,Banner Design, Photo Background Remove, Image Editing, Magazine Cover Design আরো বিভিন্ন ধরনের কাজ রয়েছে এই গ্রাফিক্স ডিজাইন সেক্টরে । 

আপনি যদি গ্রাফিক্স ডিজাইন করে মাসে একটি প্যাসিভ ইনকাম করতে চান ,তাহলে এই সকল ধরনের কাজ আপনি যদি করতে পারেন তাহলে ভালো আর না পারলে এই কাজ গুলো ইউটিউব দেখে কিছুদিন এর ভিতর শিখে মার্কেটপ্লেস গুলোতে কাজ করতে পারেন । আমি নিচে এমন কিছু মার্কেটপ্লেস এর নাম বলবো যে গুলোতে এই গ্রাফিক্স ডিজাইন এর কাজ বেশি হয়ে থাকে :
  • Fiverr
  • 99designs

App Developing a Smart way to earn money online in Bangladesh without investment

খুব ভালো একটি মাধ্যম এই  App Developing করে ইনকাম করা , এবং এটি Student দের জন্য Big Earning Opportunities in bangladesh without investment ।
আপনি যদি এই App তৈরি করে অনলাইন থেকে ইনকাম করতে চান ,তাহলে আপনাকে আগে প্রোগ্রামিং শিখতে হবে । আপনি যখন এই প্রোগ্রামিং পারবেন তখন বিভিন্ন ধরনের App Developing করতে পাবেন যেমন:Iphone apps, Android apps, Computer software আরো বিভিন্ন ধরনের Device software তৈরি করে দিতে পারবেন । 

আর এই সকল apps বা software দিয়ে যে যে ভাবে ইনকাম করতে পারবেন তা হলো .
  •  Google Play Store
  •  ios App store
  •  Sell your code
  • Sell Computer software
  •  Fiverr sell your service

Freelancing is the best way to earn money online in Bangladesh without investment

ফ্রিল্যান্সিং বাংলাদেশের জন্য খুব জনপ্রিয় একটি আয়ের সুযোগ । এবং earn money online in bangladesh without investment। এই ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে কোনো একটি কাজ এর উপর আগে দক্ষ থাকতে হবে তাহলে আপনি এই ফ্রিল্যান্সিং করতে পারবেন । এবং এই সকল কাজ এর জন্য আপনাকে কিছু ওয়েবসাইটে একাউন্ট খুলে কাজ করতে হবে যেমন
  • Upwork.com
  • Fiverr.com
  • Freelancer.com
  • People per hour.com
এছারা আরো মার্কেটপ্লেস রয়েছে যেখানে আপনি একাউন্ট খুলে ফ্রিল্যান্সিং জব শুরু করে দিতে পারেন । কিন্তু এই সকল যায়গায়  কাজ করতে হলে আপনাকে যে কোনো একটি স্কিল থাকতে হবে। যে সকল কাজ হয়ে থাকে এই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে 
Digital Marketing, Graphics Design, Web Design, Apps Developing আরো বিভিন্ন ধরনের কাজ রয়েছে ।

CPA Marketing is a Smart way to earn money online in Bangladesh without investment

CPA Marketing খুব ভালো একটি মাধ্যম এই অনলাইন থেকে ইনকাম করার বিশেষ করে Student এর জন্য earn money online in bangladesh without investment । এখানে কাজ করে আপনি যতো ইচ্ছা ততো আয় করতে পারেন এই  CPA Marketing হলো কোনো একটি অফার যেমন কাউকে দিয়ে ইমেইল সাবমিট করানো আর এই ইমেইল সাবমিট করার সাথে সাথে আপনি ও ইনকাম করতে পারবেন । 

CPA Marketing করতে হলে আপনাকে আগে যেকোনো একটি  CPA নেটোওয়ার্ক  জয়েন হতে হবে এবং তারপর সেখান থেকে অফারের লিংক নিয়ে যতো মানুষকে দিয়ে সেই  Action ফুল ফিল করতে পারবেন ততো ইনকাম করতে পারবেন ।এই অফার গুলো হতে পারে Email submit,Pin submit,app download । তাই চাইলে এই CPA Marketing শুরু করে দিতে পারেন কোনো প্রকার investment ছারা ।

এই  CPA নেটোওয়ার্ক গুলো হলো :
  •  CPAgrip.com
  •  CPAlead.com

Ebook Selling is the best way to earn money online in Bangladesh without investment

আপনি যদি  Ebook Sell করে আয় করতে চান তাহলে এই ট্রিক্সটি ফলো করতে পারেন কোনো প্রকার investment ছারা Sell best way to earn money online in bangladesh without investment ।

এখন কথা হলো এই Ebook কোথায় Sell করবেন ,আপনি চাইলে আপনার eBook Amazon এর মতো কোম্পানিতে Sell করতে পারেন আনলিমিটেড । তাই আগে আপনাকে খুব ভালো ভালো  eBook লিখতে হবে তাহলে অনেক জায়গতে আপনার এই eBook Sell করতে পারবেন । 

যে সকল eBook মানুষ পছন্দ করে সেই সকল eBook লেখার চেষ্টা করবেন এবং ইন্টারেস্টিং বিষয় কিছু রাখবেন যাতে আপনাকে তারা মনে রাখে তাহলে পরবর্তিতে আপনার সকল eBook কিনে নিবে । তাহলে অনেক ভালো কিছু করতে পারবেন এই eBook Sell করে । 

Web designing Smart way to earn money online in Bangladesh without investment

Web design খুব জনপ্রিয় মাধ্যম ইনকাম করার , আপনি খুব সহজে এই কাজ গুলো করতে পারবেন । wordpress হলো একটি ফ্রি এবং ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যা PHP-তে লেখা এবং MySQL বা MariaDB ডাটাবেসের সাথে যুক্ত তাই খুব সহজে এই wordpress design শিখে আপনি ইনকাম করতে পারেন । 

Web design প্রতিনিয়ত দরকার তাহলে বুঝতে পারছেন কতটা ভেলু এই Web design এর । আপনি Web design এর কাজ অনলাইন এবং অফলাইন দুই যায়গাতে করতে পারবেন । তাই আমি বলবো আপনি এই Web design এর কাজ শিখে আয় করা শুরু করে দিতে পারেন । 

উপসংহার

আমি আজ আপনাদেরকে যে কয়েকটি বিষয়ে অনলাইনে কাজ করে ইনকাম করার কথা বলেছি ,এই সকল কাজ আপনি earn money online in bangladesh without investment ছারা করতে পারবেন । তাই এর ভিতর যে কোনো একটি বিষয় নিয়ে আপনি অনলাইনে ইনকাম শুরু করে দিতে পারেন ,কারন এর ভিতর সকল কাজ এর চাহিদা খুব বেশি রয়েছে ।

আপনাকে আগে জানতে হবে আপনি কোন বিষয় নিয়ে আগালে তারাতারি কিছু করতে পারবেন ,সেই সকল কাজ শিখে কাজ শুরু করতে পারেন । আমি যে ১২টি earn money online in bangladesh without investment নিয়ে আলোচনা করেছি সকল কাজের চাহিদা আগে রিচার্চ করে আপনাদেরকে শেয়ার করেছি ।

ধন্যবাদ আর্টিকেলটি আপনার কেমন লেগেছে অবশ্যই মতামত জানাবেন ।